HomeJob updatesবর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে | Current Government Jobs 2023

বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে | Current Government Jobs 2023

বন্ধুরা এই পেজে আপনারা বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে সেবিষয়ে বিস্তারিত জানতে পারবেন। WB Government job Recruitment 2023 সরকারি চাকরি যোগ্যতা, শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত জানুন।

একসাথে অনেকগুলি পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর আপনারা পাবেন নীচের এই আর্টিকেল থেকে।আপনাদের সুবিধার্থে একসাথে রাজ্য সরকারি চাকরির খবর 2023, WB Govt Jobs 2023 অনেকগুলি চাকরির খবর একস্থানে দেওয়ার চেষ্টা করলাম।

এই পেজে  রাজ্যের চাকরিগুলির সাথে কেন্দ্রীয় সরকারী চাকরির খবরগুলিও পাওয়া যাবে। এবং পশ্চিমবঙ্গের সকল প্রার্থীরাই এগুলোতে আবেদন করতে হবে।

[এই পেজটি আপডেট করা হয়। তাই বছরের যখনই এই পেজে আপনি প্রবেশ করবেন বর্তমানের সমস্ত সরকারি চাকরির খবর এক স্থানে পেয়ে যাবেন।]

1) IDBI মাধ্যমে ১০৩৬টি শূন্যপদে Recruitment 2023

পদের নাম: এক্সিকিউটিভ

যোগ্যতা: যেকোনো শাখায় স্নাতক হলেই আবেদন করা যাবে।

শূন্যপদ: মোট ১০৩৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৭/৬/২০২৩

বেতন: ২৯০০০ টাকা।

বয়সসীমা: ২০ থেকে ২৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.idbibank.in/

2) India Post-র মাধ্যমে GDS Recruitment 2023

পদের নাম: ব্রাঞ্চ পোস্ট মাস্টার, Assistant বরঞ্চ পোস্ট মাস্টার।

যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ১২৮২৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১১/৬/২০২৩

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://indiapostgdsonline.gov.in/

3) WB DCPU,JJB-তে বিভিন্নপদে Recruitment 2023

পদের নাম: গ্রুপ C

যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন (Graduation) পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৬ টি

আবেদনের শেষ তারিখ: ২/০৬/২০২৩

আবেদন মূল্য: নেই।।

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://malda.gov.in/

4) SSC-র মাধ্যমে CHSL Recruitment 2023

পদের নাম: LDC, DEO, JSA

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (High Secondary Exam) পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ১৬০০ টি।

আবেদনের শেষ তারিখ: ৮/৬/২০২৩

আবেদন মূল্য: ১০০ টাকা।

বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://ssc.nic.in/

5) UPSC-র মাধ্যমে ৩৯৫ টি শূন্যপদে NDA & NA II Recruitment 2023

পদের নাম: NDA & NA

যোগ্যতা: অংক এবং ফিজিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক (High Secondary Exam) উত্তির্ন হলে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৩৯৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ০৬/৬/২০২৩

আবেদন মূল্য: জেনারেল এবং OBC দের জন্য ১০০ টাকা।

বয়সসীমা: ১৬.৫ থেকে ১৯.৫ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।

অফিসিয়াল ওয়েবসাইট: https://upsc.gov.in/

6)WB Librarian Recruitment 2023

পদের নাম: লাইব্রেরিয়ান

যোগ্যতা: উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে পাশাপাশি লাইব্রেরী,ইনফরমেশন নিয়ে গ্র্যাজুয়েশন (Graduation) করা থাকতে হবে।

শূন্যপদ: ১৭ টি

আবেদনের শেষ তারিখ: ১৫/৬/২০২৩

বয়সসীমা: 18 থেকে 40 বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য।

অফিসিয়াল ওয়েবসাইট: https://jhargram.gov.in/

7) UPSC CDS II Recruitment 2023

পদের নাম: Combined Defence Services

যোগ্যতা: গ্র্যাজুয়েশন (Graduation) পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ৩৪৯ টি।

আবেদনের শেষ তারিখ: ৬/৬/২০২৩

বয়সসীমা: ১৯ বছর থেকে ২৫ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://upsc.gov.in/

8) West Bengal Madrasah Service Commission Recruitment 2023

পদের নাম: Teach & Non-Teaching Staf

যোগ্যতা: 8th,10th,HS,UG,PG,TET উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদ: ১৭২৯ টি।

আবেদনের শেষ তারিখ: ১২/৬/২০২৩

বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.wbmsc.com/

9) BECIL Recruitment in Kolkata 2023

পদের নাম: Patient Care Attendant & Coordinator

যোগ্যতা: 10th with GDA, এবং গ্র্যাজুয়েশন (Graduation) পাশ হতে হবে।

শূন্যপদ: ৩ টি

আবেদনের শেষ তারিখ: ৬/৬/২০২৩

বেতন: 17,498/- to 18,462/

অফিসিয়াল ওয়েবসাইট: https://www.becil.com/

এই রইল বর্তমানে আবেদন করার মতো ৯টি চাকরির(Government Jobs 2023)ব্যাপারে সংক্ষিপ্ত বর্ণনা। আপনারা চাইলে আপনাদের যোগ্যতা অনুযায়ী উক্ত চাকরিগুলির শূন্যপদে আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular