আপনি কি Engineering এ Masters Degree অর্জন করেছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর।সরকারি সংস্থা CSIR অর্থাৎ Council of Scientific and Industrial Research এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। কোন পদে নিয়োগ, কি আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে জেনে নিন বিস্তারিত। (NIIST Recruitment 2023)
কোন বিভাগে নিয়োগ করা হবে?
প্রতিষ্ঠানের National Institute for Interdisciplinary Science and Technology তে করা হবে এই নিয়োগ।
পদের নাম:
i) Project Associate
ii) Scientific Administrative Assistant
iii) Senior Project Associate and Project Assistant
শূন্যপদ:
প্রতিটি পদ মিলিয়ে ১৫ জনকে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা:
আবেদনকারীকে অবশ্যই ৩৫ থেকে ৫০ বছর বয়সী হতে হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীকে Engineering এর বিভিন্ন শাখায় স্নাতক ডিগ্রি (Graduation Degree) অথবা রসায়ন/পলিমার কেমিস্ট্রি (Chemistry/Polymer Chemistry) বা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (Masters Degree) অর্জন করে থাকতে হবে।
ii) আবেদনকারীর যদি Food Technology বা সমতুল্য বিষয়ে PhD ডিগ্রী থাকে তবে তিনিও আবেদনের সুযোগ পাবেন।
iii) স্নাতকোত্তর প্রার্থীদের সর্বভারতীয় স্তরে National Eligibility Test অর্থাৎ NET কিংবা Graduate Aptitude Test অর্থাৎ GATE পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যিক।
iv) প্রার্থীর যদি পূর্বে কোনোরকম গবেষণামূলক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা (Work Experience) থাকে তবে তিনি অগ্রাধিকার পাবেন।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিরা মাসে ২০ থেকে ৪২ হাজার টাকা করে বেতন হিসেবে পাবেন।
আবেদন প্রক্রিয়া:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের নিজের জরুরি তথ্য (Important Document) সমেত আবেদন পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ:
আগামী ১১ সেপ্টেম্বর।
নিয়োগ প্রক্রিয়া:
Online Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
এই বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ওয়েবসাইটে(Website)।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh