HomeJob updatesCSIR Vacancy: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন

CSIR Vacancy: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কেন্দ্রীয় খনি দপ্তরে কর্মী নিয়োগ, বিস্তারিত জানুন

CSIR-এর তরফে প্রকাশিত হলো আরো একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি। Central Institute Of Mining And Fuel Research সংস্থার পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ভারতের যে কোন রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোন জেলার ছেলে এবং মেয়েরা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন হলে পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে আলাদা করে অনলাইনের মাধ্যমে আবেদন করার কোন দরকার নেই।

CIMFR এ নিয়োগের (CIMFR Recruitment 2023) যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হলো।

পদের নাম-

Project Assistant
Project Associate

মোট শূন্যপদ-

মোট 40 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

মাসিক বেতন-

প্রত্যেক মাসে ২০ হাজার টাকা থেকে ৩১ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

বয়সসীমা-

  • Project Assistant: 20 বছর থেকে 50 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • Project Associate: 21 বছর থেকে 35 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবশ্যিক যোগ্যতা-

যে সমস্ত চাকরিপ্রার্থীদের B.Sc, Engineering এ ডিপ্লোমা, B.E অথবা B.Tech পাশ করা আছে, তারা আবেদন করতে পারবেন শূন্যপদ গুলির জন্য।

নিয়োগ পদ্ধতি-

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য-

আবেদন মূল্য সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই।

আবেদন পদ্ধতি-

প্রার্থীদের আলাদা করে অনলাইনে আবেদন করতে হবে না। যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে , তার নিচে একটি আবেদনপত্র আছে l। সেটি প্রিন্ট করে, ফিলাপ করে তার সাথে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ এর মাধ্যমেই প্রার্থীদেরকে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ স্থান-

CSIR-CIMFR
Bilaspur Research Center,
Bilaspur, Chattisgarh

ইন্টারভিউ এর তারিখ-

১২/৪/২০২৩ থেকে ১৮/৪/২০২৩

Important Links

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular