ন্যূনতম মাধ্যমিক পাশে SSC অর্থাৎ Staff Selection Commission করতে চলেছে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ। সম্প্রতি এই বিষয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি।আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
i) MTS অর্থাৎ মাল্টি Tasking Staff(Non-technical)
ii) Habildar
শূন্যপদের সংখ্যা:
মোট ৮ হাজার ৩২৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
i) MTS: ৪ হাজার ৮৮৭টি
ii) Habildar: ৩ হাজার ৪৩৯টি।
বয়সসীমা:
i) MTS পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
ii) Habildar পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা:
উভয় পদের ক্ষেত্রেই আবেদনকারীদের নুন্যতম মাধ্যমিক পাশ বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা বিষয়ে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
নিয়োগ প্রক্রিয়া:
i) MTS পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে কম্পিউটারভিত্তিক পরীক্ষার মাধ্যমে।
ii) Habildar পদে নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটারভিত্তিক পরীক্ষা ছাড়াও নেওয়া হবে শারীরিক সক্ষমতার পরীক্ষাও।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনের জন্য যেতে হবে ওয়েবসাইটে এবং নিজেদের প্রয়োজনীয় নথি সমেত করতে হবে আবেদন।
আবেদন মূল্য:
অসংরক্ষিত শ্রেণীর পুরুষ প্রার্থীদের আবেদনমূল্য ১০০ টাকা ধার্য করা হয়েছে। মহিলা এবং সংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য লাগবেনা।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩১ জুলাই আবেদনের শেষ দিন।
আবেদনমূল্য জমা দেওয়া যাবে আগামী ১ অগস্ট পর্যন্ত।
Official Website Link:
https://ssc.nic.in
এই বিষয়ে আরও জানতে চাইলে কমিশনের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
-Written by Riya Ghosh