জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এবার থেকে অনার্স ডিগ্রী(Degree) হবে মোট চার বছরের। এতদিন পর্যন্ত ছাত্রছাত্রীরা অনার্স ডিগ্রী(Honours Degree) কমপ্লিট করতে তিন বছর সময় নিত, তবে এবার থেকে আরও অতিরিক্ত এক বছর পড়ার পরেই তাদের মিলবে অনার্স ডিগ্রি। নতুন শিক্ষানীতি অনুযায়ী সকলকে চার বছরের পাঠক্রমে ভর্তি নেওয়া হলে সকল ছাত্রছাত্রীরা সুবিচার পাবেন না, এমন একটি কারণ দেখিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে(Calcutta University) দু’রকম প্রক্রিয়াতে ভর্তির ব্যবস্থা রাখা হবে বলে স্থির করা হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয় এবং তার অধীনস্থ কলেজগুলিতে এবার থেকে চার বছর এবং তিন বছরের স্নাতক স্তরের পাঠক্রমে আলাদা আলাদা করে ভর্তি নেওয়া হবে, এমন পথেই চলেছে কলেজ কর্তৃপক্ষ।
সম্প্রতি পশ্চিমবঙ্গের(West Bengal) উচ্চ শিক্ষা সংসদের একটি বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা জানান যে, তারা চার বছরের পাঠক্রমে সমস্ত পড়ুয়াকে ভর্তি নিতে চাইছে। সেই সমস্ত পড়ুয়ারা আবার তিন বছর পরে বেরিয়ে যেতে পারবে, এমন ব্যবস্থাও থাকবে। তবে এই মতামত শোনার পর অনেক অধ্যক্ষরা আপত্তি জানান। তারা জানান যে কলেজের স্নাতক স্তরের থেকে জেনারেল স্তরে অনেক বেশি সংখ্যক পড়ুয়ারা ভর্তি হয়। এইজন্য চার বছরের পাঠক্রমে আলাদা আলাদা ক্লাস করানো সম্ভব নয়।
সূত্রের খবর অনুযায়ী, সব দিক বিচার বিবেচনা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিন বছর এবং চার বছরের পাঠক্রমে আলাদা আলাদা ভর্তি(Calcutta University Admission Update) নেবার পথে এগোচ্ছে কলেজ কর্তৃপক্ষ।