HomeJob updatesনুন্যতম অষ্টম শ্রেণী পাশে কলকাতা সিভিল কোর্টে কর্মী নিয়োগ, পাবেন মোটা টাকা...

নুন্যতম অষ্টম শ্রেণী পাশে কলকাতা সিভিল কোর্টে কর্মী নিয়োগ, পাবেন মোটা টাকা বেতনও! জানুন বিস্তারিত।

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগের সুখবর নিয়ে এলো কলকাতা সিটি সিভিল কোর্ট(Kolkata City Civil Court)। আবেদন করতে পারবেন যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

পদের নাম:

i) English Stenographer
ii) Peon

মোট শূন্যপদ:

১৬ টি।

শিক্ষাগত যোগ্যতা:

i) স্টেনোগ্রাফার(Stenographer):
এই পদের জন্য আবেদন ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ কম্পিটার অপারেটিং (Computer Operating) বিষয়ে সংশ্লিষ্ট কোর্সের সার্টিফিকেট (Certificate) অর্জন করে থাকতে হবে এবং শর্ট হ্যান্ড টাইপিং (Short hand typing) -এ দক্ষ হতে হবে।
ii) পিওন(Peon):
এই পদের জন্য আবেদনকারী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা মাদ্রাসা থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন:

i) স্টেনোগ্রাফার (Stenographer) পদে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ৩২,১০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
ii) পিওন (Peon) পদে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ১৭,০০০/- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি:

অনালাইনে আবেদন করার জন্য প্রার্থীদের ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী নিজের তথ্য সমেত আবেদন করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট (Submit) করতে হবে।

আবেদন ফি:

i) স্টেনোগ্রাফার(Stenographer):
এই পদের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৩৫০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ৪০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
ii) পিওন(Peon):
এই পদের জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২০০/- টাকা এবং অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ:

১৮ জুলাই, ২০২৪

Official Website Link:
https://citycivilcourtcalcutta.dcourts.gov.in/

বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অবশ্যই ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে।

-Written by Riya Ghosh

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular