এবছর বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়(World University Ranking) মোট ৪৫টি বিশ্ববিদ্যালয় (University) স্থান পেয়েছে। এর মধ্যে ১৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে QS বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায়। ১৩টি বিশ্ববিদ্যালয়ের স্থান থেকেছে অপরিবর্তিত(Unchanged)। তাছাড়া ১৫টি প্রতিষ্ঠান তাদের গতবারের স্থানের তুলনায় এগিয়ে এসেছে।
তবে রাজ্যবাসীর জন্য সুখবর কারণ এই সেরা ৪৫ এর মধ্যেই রয়েছে কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়(Kolkata and Jadavpur University)। তাছাড়া এবার ভারতের থেকে নতুন চারটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে সেরার তালিকায়। গর্বিত পুরো দেশ!
রিপোর্ট অনুযায়ী, QS-এর সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম ৫০০-টি প্রতিষ্ঠানের মধ্যে ভারতের মোট ১১টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এমনকি তার মধ্যে রয়েছে বাংলায় অবস্থিত IIT Kharagpur ও! তালিকার মধ্যে কোন প্রতিষ্ঠান কোন স্থানে রয়েছে আসুন তা জেনে নেওয়া যাক।
তালিকা অনুযায়ী দেশের সমস্ত প্রতিষ্ঠান কত নম্বরের মধ্যে অবস্থান করছে আসুন জানা যাক:
- ১) বিশ্বের ২৭১ এবং ভারতের প্রতিষ্ঠানগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে IIT Kharagpur
- ২) প্রথম ৫০০-তে রয়েছে IIT Kanpur, IIT Guwahati, Roorkee, IIT Indoor, Delhi University এবং Anna University
- ৩) ৫০০-র বাইরে হলেও তালিকায় রয়েছে Kolkata এবং Jadavpur University ও। ৮০১ থেকে ৮৫০-র মধ্যে স্থান পেয়েছে Kolkata University!
QS-র মূল্যায়ন অনুযায়ী Calcutta University কে গুণগত মানের নিরিখে কয়েকটি ভাগ করা হয়েছে। যেমন:
১) শিক্ষাগত নামডাকের দিক দিয়ে ১৫.৭ নম্বর পেয়েছে কলকাতা।
২) কর্মীদের সুনামের নিরিখে ৪.৩ নম্বর গেছে কলকাতার ঝুলিতে।
৩) পড়ুয়া প্রতি শিক্ষকের অনুপাতে কলকাতা পেয়েছে ৫.৬ নম্বর।
৪) ফ্যাকাল্টি পিছু সাইটেশনের ক্ষেত্রে কলকাতার স্কোর ২০.৩ নম্বর।
৫) আন্তর্জাতিক ফ্যাকাল্টি অনুপাতের নিরিখে কলকাতার স্কোর ২৫.৯ নম্বর।
৬) আন্তর্জাতিক পড়ুয়ার অনুপাতের ক্ষেত্রে কলকাতা পেয়েছে মাত্র ১.১ নম্বর।
৭) আন্তর্জাতিক রিসার্চ নেটওয়ার্ক (Research Network) খাতে কলকাতা পেয়েছে ৩.২ নম্বর।
৮) স্বাবলম্বী (Independent) হওয়ার ক্ষেত্রে কলকাতা পেয়েছে ১.৯ নম্বর।
এদিকে বিশ্বের সেরার তালিকায় ৭৪১ থেকে ৭৫০-র মধ্যে আছে যাদবপুর। QS-র মূল্যায়ন অনুযায়ী, Jadavpur কত নম্বর পেলো তা জেনে নিন:
১) শিক্ষাগত নামডাকের দিক দিয়ে যাদবপুর পেয়েছে ১৬.৩।
২) কর্মীদের সুনামের নিরিখে যাদবপুরের ঝুলিতে গিয়েছে ৫.১।
৩) পড়ুয়া প্রতি শিক্ষকের অনুপাতে যাদবপুর পেয়েছে ৮.৩।
৪) ফ্যাকাল্টি পিছু সাইটেশনের ক্ষেত্রে যাদবপুরের স্কোর ৩৭.৯।
৫) আন্তর্জাতিক ফ্যাকাল্টি অনুপাতের নিরিখে যাদবপুরের স্কোর অদ্ভুতভাবে শূন্য (০)।
৬) আন্তর্জাতিক পড়ুয়ার অনুপাতের ক্ষেত্রে যাদবপুর পেয়েছে মাত্র ১।
৭) আন্তর্জাতিক রিসার্চ নেটওয়ার্ক খাতে কলকাতা পেয়েছে ৩.১।
৮) স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে যাদবপুর পেয়েছে ২১.২।
এদিকে বিশ্বের সেরা ৫০০-র তালিকা অনুযায়ী বাকি প্রতিষ্ঠানের স্থান:
- ১) বিশ্বের ১৪৯তম স্থানে আছে IIT Bombay
- ২) ১৯৭তম স্থানে IIT Delhi
- ৩) ২২৫তম স্থানে ISIC Bangaluru
- ৪) ২৭১তম স্থানে IIT Kharagpur
- ৫) ২৭৮তম স্থানে IIT Kanpur
- ৬) ২৮৫তম স্থানে IIT Madras
- ৭) ৩৬৪তম স্থানে IIT Guwahati
- ৮) ৩৬৯তম স্থানে IIT Roorkee
- ৯) ৪০৭তম স্থানে Delhi University
- ১০) ৪২৭তম স্থানে Anna University
- ১১) ৪৫৪তম স্থানে IIT Indoor
সারা রাজ্য এবং পুরো দেশ গর্বিত এই সাফল্যে।
-Written by Riya Ghosh