HomeDAরাজ্যের স্কুল শিক্ষকদের জন্য সুখবর, পুজোর মধ্যেই আসছে নতুন প্রমোশন নীতি।

রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য সুখবর, পুজোর মধ্যেই আসছে নতুন প্রমোশন নীতি।

পুজোর মুখে বড়ো সুখবর পেতে চলেছেন রাজ্যের স্কুল শিক্ষকরা। এবার থেকে পদোন্নতির(WB Teacher Promotion) জন্য শুরু হচ্ছে নতুন প্রমোশন নীতি। এতদিন কলেজ স্তরে শিক্ষক শিক্ষিকাদের যেমন প্রমোশন নীতি মানা হতো, স্কুল শিক্ষকদের জন্যও তেমন নিয়ম চালু করা হবে।

নতুন নিয়ম(Teacher’s Promotion Policy WB) চালু করা হলে পুজোর আগে তা হতে পারে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য বড়ো উপহার। নতুন নিয়ম কার্যকর হবার আশায় রয়েছেন। ইতিমধ্যে রাজ্য সরকার এই নতুন প্রমোশন নীতি কার্যকর হবার বিস্তারিত দিনক্ষণের ব্যাপারে জানিয়েছে।

ইতিমধ্যে রাজ্যের একাধিক ক্ষেত্র শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে জেরবার। বকেয়া মহার্ঘ ভাতা নিয়েও সরব হয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। দুর্নীতি এবং বকেয়া মহার্ঘ ভাতা(Dearness Allowance) সংক্রান্ত একাধিক মামলা(DA Case) চলছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। তারই মধ্যে এই খবর অত্যন্ত পজিটিভ একটি খবর বলে মনে করছে শিক্ষামহল। রাজ্যের স্কুলগুলিতে কর্মরত শিক্ষক, শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের এই প্রমোশন দেওয়া হবে তাদের কর্মজীবনে।

রাজ্যের স্কুলগুলিতে কর্মরত শিক্ষক, শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের এই প্রমোশন এর ব্যাপারে সঠিক রূপরেখা ঠিক করতে একটি ৬ সদস্যের কমিটি তৈরি করবে সরকার। শিক্ষক, শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের প্রমোশন এর নীতি কেমন হবে তা ঠিক করবে এই কমিটি। আগামী ৩১ অক্টোবর এর মধ্যে এই ৬ সদস্যের কমিটি শিক্ষক, শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের প্রমোশন সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেবে। মূলত অ্যাকাডেমিক পারফর্ম্যান্স এর ভিত্তিতেই প্রমোশন(WB Promotion)দেওয়া হবে বলে শোনা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular