কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ Bharat Petroleum Corporation Limited এর তরফে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি। সমস্ত ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দারা আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনের মাধ্যমে।
প্রশিক্ষণের নাম:
i) Graduate Apprentices
ii) Technician (Diploma Apprentices)
মোট শূন্যপদ:
১২৫ টি। (Chemical– ৪২ টি, Civil– ৯ টি, Electrical– ১১ টি, Instrumentation– ৯ টি, Mechanical– ৩০ টি, Computer Science & Engineering– ১০ টি, Safety and Fire Engineering– ১১ টি, Metallurgy– ৩ টি।)
শিক্ষাগত যোগ্যতা:
i) Graduate Apprentices: এই পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিতে ৬০% নাম্বার সহ পূর্ণ সময়ের স্নাতক ইঞ্জিনিয়ারিং (Graduate Engineering Degree) ডিগ্রী প্রাপক হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীদের ৫০% নম্বর থাকলেই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
অন্যান্য বিভাগের জন্য যোগ্যতা ভিন্ন। বিশদে জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন।
বয়সসীমা:
এই প্রশিক্ষণে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
প্রশিক্ষণের সময়সীমা:
উক্ত ট্রেডের ক্ষেত্রে ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টাইপেন্ড:
i) Graduate Apprentices এর নিযুক্ত প্রার্থীদের মাসিক ২৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
ii) অন্যান্য বিভাগের নিযুক্ত প্রার্থীদের স্টাইপেন্ড জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন পদ্ধতি:
i) আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের (Online) মাধ্যমে আবেদন করতে হবে।
ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে আবেদনপত্রটি পূর্ণ করে আবেদন করতে হবে।
iii) আবেদন করার জন্য প্রার্থীদের একটি বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নম্বর (Verified Email ID and Phone Number) থাকা আবশ্যক।
iv) আবেদন শেষে প্রাপ্ত শংসাপত্রটি (Certificate) নিজেদের কাছে রেখে দেবেন চাকরিপ্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ:
১৫ সেপ্টেম্বর, ২০২৩
প্রশিক্ষণের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh