গরমের আবহাওয়া শুরু হয়েছে তাই আজ আমি আপনাদের জানাবো গ্রীষ্মকালে শুরু করার মত এমন কিছু ব্যবসা (Business Ideas) যাতে আপনি কম টাকা বিনিয়োগ করেও বেশি মুনাফা অর্জন করতে পারেন অর্থাৎ বলা যেতে পারে একটা মোটা মানের অর্থ আপনি উপার্জন করতে পারবেন। এই ব্যবসা গুলো আপনি ফুল টাইম, পার্ট টাইম বা সাইট বিজনেস হিসেবেও রাখতে পারেন। তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এই ব্যবসা গুলো গ্রাম বা শহর সব জায়গাতেই শুরু করতে পারেন। তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন –
১) আইসক্রিমের দোকান:
গরমের দিনে আইসক্রিমের চাহিদা খুব বেশি। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তাই আপনি চাইলে কোনো জনবহুল এলাকা বা বাজারে আইসক্রিমের দোকান বা স্টল লাগাতে পারেন। এছাড়াও বর্তমান দিনে বিয়ে বাড়ি অনুষ্ঠানে আইসক্রিমের স্টল দেখতে পাওয়া যায়। তাই আপনি কোনো বিয়ে বাড়ি বা যে কোন অনুষ্ঠান বাড়ির আইসক্রিমের অর্ডার নিতে পারেন। ৫০০০ থেকে ১০,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে আপনি প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। গরমের দিনে আইসক্রিমের ব্যবসা একটি বুদ্ধিমানের কাজ এবং এর মাধ্যমে আপনি মোটা টাকা আয় করতে পারেন।
২) কোলডিঙ্ক্রসের দোকান:
গ্রীষ্মকালে কম বেশি সবাই কোলডিঙ্ক্রসের খেতে পছন্দ করে। তাই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।আপনার বাড়িতে রেফ্রিজারেটর থাকলে আপনি তা দিয়ে কোলড্রিংসের ব্যবসা শুরু করতে পারেন অথবা আপনার যদি কোনো ভূষিমালের দোকান বা যেকোনো দোকান থেকে থাকে থেকে থাকে তাহলেও আপনি তার সাথে কোলড্রিংসের ব্যবসা করতে পারেন। গ্রীষ্মকালে এই ব্যবসাটি আপনি হাজার টাকার মধ্যে শুরু করে প্রতিদিন একটি ভালো মানের মুনাফা লাভ করতে পারেন।
৩) আখের রসের দোকান:
গরমের দিনে আপনি গ্রামে বা শহরে এমনকি রাস্তার পাশেও যে কোনো জায়গায় আখের রসের স্টল বসিয়ে ভালো উপার্জন করতে পারেন। প্রথমে আপনাকে আখ পেড়াই করা মেশিন কেনার জন্য হাজার পাঁচেক টাকা বিনিয়োগ করতে হবে এরপর আপনি প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকায় আখ কিনে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা আয় করতে পারেন।
উপরোক্ত এই তিনটি ব্যবসা থেকে আপনি এই গরমের দিনে আপনার নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন। এই ব্যবসা গুলি আপনি কারো সহায়তা ছাড়াই একাই শুরু করতে পারেন