রাজ্যের বহু চাকরিপ্রার্থী (Job Seekers) চান শিক্ষকতার সাথে যুক্ত হতে।ছোটো থেকেই শিক্ষক বা শিক্ষিকা হবার স্বপ্ন দেখেন তাঁরা। এইসমস্ত প্রার্থীদের জন্য সুখবর। কারণ খুব তাড়াতাড়ি রাজ্যে বি.এড (B.ED) এবং এম.এড (M.ED) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে।
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিস্তারিত জানিয়েছে উচ্চশিক্ষা দফতর। প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) শিক্ষা দফতর স্পষ্টত জানিয়েছে যে B.Ed এবং M.Ed কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে শীঘ্রই। আজকের এই প্রতিবেদনে সমস্ত তথ্য বিস্তারিত জানানো হলো।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য অবশ্যই নিজেদের সমস্ত প্রয়োজনীয় নথি (Important Document) সঙ্গে রাখবেন প্রার্থীরা।
আবেদন ফি:
কোনোরূপ আবেদন ফি লাগবেনা।
আবেদন শুরুর তারিখ:
আবেদন করা যাবে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে।
ভর্তি প্রক্রিয়া কতদিন চলবে?
ভর্তির প্রক্রিয়াও হবে পুরোপুরি অনলাইনেই এবং চলবে ২৯ সেপ্টেম্বর অবধি।
নিয়োগ প্রক্রিয়া:
i) Councelling এর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
ii) প্রথম দফার Councelling এর পরে যদি আসন ফাঁকা থাকে তাহলে ফের ভর্তি নেওয়া হবে।
ক্লাস শুরু কবে থেকে হবে?
উচ্চশিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, ক্লাস শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে।
ভর্তি প্রক্রিয়া যদি দুই দফায় পরিচালিত হয়, সেই ক্ষেত্রে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া ৪ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে।
মেধার ভিত্তিতে ভর্তি করা হবে প্রার্থীদের। এছাড়া উচ্চ শিক্ষা দফতরের নির্দেশগুলি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের মেনে চলতে বলা হয়েছে।
-Written by Riya Ghosh