রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও এক দরুণ খবর। তথ্য ও সম্প্রচার দপ্তরে(BECIL) সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কোন কোন পদে নিয়োগ এবং কী তাদের আবশ্যিক যোগ্যতা, কীই বা আবেদন প্রক্রিয়া সেসব বিস্তারিত জানতে চাইলে প্রতিবেদনটি পড়ুন ভালোভাবে। (BECIL Supervisor Recruitment)
পদের নাম:
i) Night Supervisor
ii) Supervisor
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ (Graduation Passed) করে থাকতে হবে।
বয়সসীমা:
সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notification) সেভাবে কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি। অতএব, প্রাপ্ত বয়স্ক হলেই আবেদন করা যাবে।
মাসিক বেতন:
মাসিক গড় বেতন 30,000/- টাকা থেকে শুরু এবং পরে বৃদ্ধিও পেতে পারে।
সংস্থা BECIL এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) তত্ত্বাবধানে নিয়োগটি সম্পন্ন হচ্ছে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে অনলাইনে(Online)।
- ii) সবার প্রথমে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে New Registration অপশনে ক্লিক (Click on the Option) করুন।
- iii) এবার বিজ্ঞপ্তিটি (Notification) দেখতে পারবেন। বিজ্ঞপ্তি থেকে ADVERTISEMENT NO. 328 এ ক্লিক করুন এবং যতগুলি পদের জন্য আবেদন করছেন তা সিলেক্ট করুন।
- iv) এবার আবেদন করার সময় নিজের যাবতীয় তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, বৈধ ইমেল আইডি, বৈধ মোবাইল নম্বর, আপনার আধার ও প্যান কার্ডের নম্বর, ক্যাটাগরি, জাতীয়তা, ধর্ম, লিঙ্গ এবং ঠিকানা (Your Name, Your Father’s Name, Verified E-mail ID, Verified Phone Number, Your Aadhaar and PAN Card Number, Category, Nationality, Religion, Gender and Address) ইত্যাদি তথ্য প্রদান করে আবেদনপর্ব অর্ধেক সম্পূর্ণ করুন।
- v) এবার নতুন করে লগইন (Login) করে শিক্ষাগত যোগ্যতা সহ নিজের আরো কিছু তথ্য প্রদান করতে হবে।
- vi) এবারে আপনার রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সই (Colouring Passport Size Photo and Signature) সমেত কিছু তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করুন।
- vii) সবকিছু ঠিকঠাক করা হলে Submit অপশনে ক্লিক করুন এবং আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট (Download and Print Out) করে ভবিষ্যতের জন্য সঙ্গে রাখুন।
আবেদন করার সময়সীমা:
আগামী 26/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে।
আরো বিস্তারিত জানতে হলে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।
Important Links
Official Website: Click Here
Official Notification: Download Now
-Written by Riya Ghosh