HomeJob updatesBECIL-এর মাধ্যমে কল্যাণী এইমসে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, জেনে নিন বিস্তারিত।

BECIL-এর মাধ্যমে কল্যাণী এইমসে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি, জেনে নিন বিস্তারিত।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা হলো AIIMS যেখানে চাকরি করার স্বপ্ন অনেকেই দেখেন। এবার তাদের জন্য এসেছে সুযোগ। সম্প্রতি সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

নোটিশ নং:

BECIL/HRMS/AIIMS, Kalyani/Advt.2023/365

নোটিশ তারিখ:

17.08.2023

1. পদের নাম:

Data Entry Operator

শূন্যপদ:

মোট 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ (12th Pass) করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর Computer Based কাজের দক্ষতা (Capabilities) থাকা প্রয়োজন।
iii) কম্পিউটারে প্রতি ঘন্টায় 8,000 কি ডিপ্রেশন স্পিড (Key Depression Speed) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীকে মাসিক 28,600 টাকা করে বেতন দেওয়া হবে।

2. পদের নাম:

Lab Technician

মোট শূন্যপদ:

এখানে মোট 6 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:

i) যেসব প্রার্থী উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হবার পাশাপাশি Medical Lab Technology তে Diploma কোর্সটি সম্পূর্ণ করেছেন, সেসব প্রার্থী আবেদনের যোগ্য।
ii) প্রার্থীর যদি Medical Lab Technology তে B. Sc ডিগ্রি তাকে তাহলে সেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীরা 31,100 টাকা বেতন হিসেবে পাবেন।

3. পদের নাম:

Speech Therapist

মোট শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:

আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Speech and Hearing এ B. Sc কমপ্লিট করে থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারী প্রার্থীদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীরা 50,600 টাকা বেতন হিসেবে পাবেন।

4. পদের নাম:

OT Technician

মোট শূন্যপদ:

এখানে মোট 3 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে (Higher Secondary) পাশ করার পাশাপাশি OT টেকনোলজিতে (Technology) B. Sc কমপ্লিট করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর নূন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীরা 50,600 টাকা বেতন হিসেবে পাবেন।

5. পদের নাম:

Manager/Supervisor / Gas Officer

মোট শূন্যপদ:

এখানে মোট 1 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:

i) প্রার্থীর Mechanical Engineering এ B.Tech থাকতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 30-40 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীরা 52,300 টাকা বেতন হিসেবে পাবেন।

6. পদের নাম:

Technical Assistant (ICU)

মোট শূন্যপদ:

এখানে মোট 7 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের OT টেকনোলজিতে (Technology) B. Sc কমপ্লিট করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীদের নুন্যতম 5 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 35 বছরের মধ্যে হতে হবে।

বেতনক্রম:

নিযুক্ত প্রার্থীরা 50,600 টাকা বেতন হিসেবে পাবেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদন করা যাবে অনলাইনের (Online) মাধ্যমে।
ii) আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
iii) তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
iv) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের (Important Document) ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Photo) আপলোড করতে হবে।
v) এরপর সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট (Submit) করতে হবে।

আবেদন মূল্য:

i) UR/OBC/Women: 885 টাকা আবেদন মূল্য বাবদ ধার্য করা হয়েছে।
ii) বাকি প্রার্থীদের 531 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:

i) Skill Test
ii) Interview
এর প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে।

পরবর্তীকালে BECIL এর তরফে যোগ্য প্রার্থীদের মেল বা মেসেজ করে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আবেদনের সময়সীমা:

30/08/2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular