চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় যেকোনো নাগরিক (Indian Citizen) এই পদের জন্য আবেদন করতে পারবেন। জেনে নিন বিস্তারিত। (BDL Recruitment 2023)
পদের নাম:
Project Engineer (Mechanical, Electronics, Computer Science, Electrical)
শূন্যপদ:
৩৪টি
বয়সসীমা:
২৮ বছরের কম বয়সীরা আবেদনের যোগ্য।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থীরা মাসে ৩০ থেকে ৩৯ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।
আবশ্যিক যোগ্যতা:
i) এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের Mechanical, Electronics, Computer Science, Electrical Engineering বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি (Graduation or Post Graduation Degree) অর্জন করে থাকতে হবে এবং ৬০% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে।
ii) আবেদনকারীর Component Manufacturing, Assembly of Systems and Sub Systems, Quality Assurance Process বা সমতুল্য কোনো Department এ নুন্যতম এক বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
iii) Microsoft Office ব্যবহারে দক্ষতা এবং অভিজ্ঞতা (Ability and Experience) থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আলাদা করে কোনো আবেদন করতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া:
ইচ্ছুক প্রার্থীদের সঠিক সময়ে প্রতিষ্ঠানের Aeronautical Society of India এর দফতরে Interview এর জন্য পৌঁছে যেতে হবে দরকারি নথিপত্র (Important Documents) সমেত।
Interview নেওয়ার তারিখ:
আগামী ১৬ এবং ১৭ সেপ্টেম্বর Interview নেওয়া হবে।
নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh