HomeNewsBank Holidays in June: জুন মাসে 12 দিন ধরে বন্ধ থাকবে ব্যাংক,...

Bank Holidays in June: জুন মাসে 12 দিন ধরে বন্ধ থাকবে ব্যাংক, সমস্যায় পড়ার আগে জেনে নিন।

চলতি বছরের জুন মাসে বেশ অনেকদিন ধরে ছুটি থাকবে সরকারি ব্যাংকগুলি (Bank Holidays in June)। এই জন্য আপনাদের আগেভাগেই জেনে রাখা প্রয়োজন কবে কবে ব্যাংক বন্ধ থাকবে, যাতে করে আপনাদেরকে ভবিষ্যতে কোনরকম সমস্যার মধ্যে না পড়তে হয়। চলতি মাস অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে ব্যাংকের ছুটি শুরু হচ্ছে ৪ জুন তারিখ থেকে এবং শেষ ছুটির তারিখটি হলো ৩০ জুন।

৪জুন তারিখটি ছিল রবিবার, সেদিন থেকেই শুরু হচ্ছে জুন মাসের ব্যাংকের ছুটির তালিকা। সব মিলিয়ে এই মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে সরকারি ব্যাংকগুলি। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।

গ্রাহকদের সুবিধার জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে প্রত্যেক মাসে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করা হয়। এই ছুটির তালিকায় বিভিন্ন রকম রাজ্যের উৎসব, ধর্মীয় উৎসব, জন্মবার্ষিকী ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা থাকে। চলতি বছরের জুন মাসে শনি ও রবিবারের ছুটিগুলো ছাড়াও রয়েছে ঈদুল আযহা রথযাত্রা,গরফি পূজা ইত্যাদি।

জেনে নিন 2023 সালের জুন মাসের ছুটির তালিকা:
(Bank Holiday List June 2023)

৪ জুন, ২০২৩- রবিবার
১০ জুন: দ্বিতীয় শনিবার
১১ জুন- রবিবার
১৫ জুন- রাজা সংক্রান্তি(মিজোরাম এবং ওড়িশায়)
১৮ জুন- রবিবার
২০ জুন- রথযাত্রা(ওড়িশায়)
২৪ জুন-চতুর্থ শনিবার
২৫ জুন- রবিবার
২৬ জুন- খর্চি পুজো(ত্রিপুরায়)
২৮ জুন- ঈদ-উল-আজহা(কেরল, মহারাষ্ট্র, জম্মু ও কাশ্মীর)
২৯ জুন- ঈদ-উল-আজহা
৩০ জুন- রিমা ঈদ-উল-আজহা(মিজোরাম, ওড়িশায়)

রিজার্ভ ব্যাংকের(Reserve Bank) নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সমস্ত ব্যাংক বন্ধ থাকে। আবার একই কারণের জন্য সমস্ত রাজ্যে ব্যাংক ছুটি না হয়ে নির্দিষ্ট কিছু রাজ্যে ছুটি থাকতে পারে।

জুন মাসের এই ১২ দিন ব্যাংক এবং ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকলেও গ্রাহকরা এটিএম এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করতেও কোনরকম বাধা থাকবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular