HomeJob updatesআসাম রাইফেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

আসাম রাইফেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি আসাম রাইফেলে বিভিন্ন পদে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হলো বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। প্রধানত লিখিত পরীক্ষা এবং শারীরিক দক্ষতার ওপর ভিত্তি করে করা হবে এই নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

পদের নাম:

এখানে যেসব পদে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হলো:

  • i) Personal Assistant
  • ii) General Duty
  • iii) Draftsman
  • iv) Lineman Fields
  • v) Recovery Vehicle Mechanic
  • vi) Plumber
  • vii) Electrical and Mechanical
  • viii) X Ray Assistant

শূন্যপদ:

সমস্ত পদ মিলিয়ে এখানে মোট 41 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা:

  • i) আসাম রাইফেলস এ আবেদন শুধুমাত্র তাঁরাই করতে পারবেন যাঁর পরিবারের কেউ এই সার্ভিসে নিহত হয়েছেন/ অসুস্থতার কারণে সার্ভিস ছেড়েছেন/ সার্ভিস চলাকালীন নিখোঁজ হয়েছেন।
  • ii) এছাড়াও অন্যান্য যোগ্যতা বিষয়ে জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে।

বেতন:

নিযুক্ত প্রার্থীদের আসাম রাইফেলের স্ট্যান্ডার্ড বেতনের হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:

  • i) PMT এবং PET পরীক্ষা,
  • ii) লিখিত পরীক্ষা ( Written Test)
  • iii) ট্রেড টেস্ট (Trade Test)
  • iv) মেডিকেল টেস্টের (Medical Test) মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে প্রিন্ট করে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজের যাবতীয় তথ্য সমেত আবেদন পত্রটি জমা করতে হবে।
  • iii) জমা করবার জন্য প্রার্থীরা সমস্ত ডকুমেন্টের একটি পিডিএফ ফাইল তৈরি করে ইমেলের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন।

আবেদন পাঠাবার ঠিকানা:

DIRECTORATE GENERAL ASSAM RIFLES (RECRUITMENT BRANCH), LAITKOR, SHILLONG MEGHALAYA-793010

ইমেল আইডি:

rectbrdgar@gmail.com

আবেদনের সময়সীমা:

আবেদন করার শেষ দিন 28/01/2024 তারিখ।

বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

Important Links:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular