HomeGovt Schemeদুয়ারে সরকার ক্যাম্পেই করতে পারবেন বার্ধক্য ভাতার আবেদন, জানুন সমস্ত খুঁটিনাটি বিস্তারিত।

দুয়ারে সরকার ক্যাম্পেই করতে পারবেন বার্ধক্য ভাতার আবেদন, জানুন সমস্ত খুঁটিনাটি বিস্তারিত।

জনসাধারণের কথা মাথায় রেখে রাজ্যের তরফে বেশ কয়েকটি আর্থিক সাহায্যের স্কিম চালু রয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য, মহিলাদের জন্য এবং বয়স্কদের জন্য রয়েছে আলাদা আলাদা স্কিম, যেখানে সরাসরি অর্থ সাহায্য করা হয়ে থাকে সরকারের তরফে। রাজ্যের বৃদ্ধ বৃদ্ধারাও যাতে প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পেতে পারেন, তার জন্য পশ্চিমবঙ্গে চালু রয়েছে বার্ধক্য ভাতা প্রকল্প বা WB Old Age Pension Scheme।

এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমেই বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন। বার্ধক্য ভাতা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি জেনে নিন বিস্তারিত।

বার্ধক্য ভাতা কী?

রাজ্যের যে সমস্ত নাগরিকদের বয়স ৬০ বছর বা তার বেশি এবং কোনরকম কাজ করার বা উপার্জন করার ক্ষমতা নেই, তাদের সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পে প্রত্যেককে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়া হয়। মূলত যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা আর্থিকভাবে দুর্বল, কাজ করে খাওয়ার শক্তি নেই, তাদের সাহায্য করার জন্যই এই প্রকল্প(Old Age Pension Scheme) চালু করা হয়েছে।

বার্ধক্য ভাতা প্রকল্পে কত টাকা দেওয়া হয়?

বার্ধক্য ভাতা প্রকল্পে যারা আবেদন করবেন, তাদেরকে প্রত্যেক মাসে এক হাজার টাকা দেওয়া হবে সরকারের তরফে। মাসের নির্দিষ্ট একটি তারিখে ব্যাংক একাউন্টে সমস্ত টাকা ঢুকে যাবে।

কারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন?

  • যে সমস্ত নাগরিকদের বয়স ৬০ বছর বা তার বেশি তারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন।
  • শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে চাইলে তারা ন্যূনতম ৫৫ বছর বয়সেই আবেদন করতে পারবেন।
  • আবেদন করার জন্য অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে।
  • পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবেন।

বার্ধক্য ভাতার ফর্ম কোথায় পাবেন?

বার্ধক্য ভাতা প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অন্তর্গত একটি প্রকল্প। নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনারা আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারবেন বা এলাকার বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার আবেদন পত্রটি দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পের মাধ্যমেও পেয়ে যাবেন।

সরকারের তরফ থেকে পূর্বে ঘোষণা করা হয়েছিল, যে সমস্ত মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সরকারের থেকে টাকা পান তাদের বয়স ৬০ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম বার্ধক্য ভাতার তালিকায় তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular