HomeEducation Newsসমস্ত টেট পরীক্ষার্থীদের দিতে হবে অতিরিক্ত নম্বর, নির্দেশ কলকাতা হাইকোর্টের।

সমস্ত টেট পরীক্ষার্থীদের দিতে হবে অতিরিক্ত নম্বর, নির্দেশ কলকাতা হাইকোর্টের।

টেট পরীক্ষার্থীদের জন্য বড়ো একটি নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষাতে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় এই রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রত্যেক পরীক্ষার্থীকে অতিরিক্ত ৬ নম্বর করে দিতে হবে। এর ফলে রাজ্যের চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ বাড়লো।

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষাতে(Primary Tet Exam 2014) ভুল প্রশ্ন ছিল, এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের বেঞ্চে ২০১৮ সালে এই মামলা দায়ের হয়েছিল। ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বিশ্বভারতীর অধ্যাপকদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। কমিটির পক্ষ থেকে পরবর্তীকালে জানানো হয় প্রশ্ন ভুল ছিল। মোট ৬ টি প্রশ্ন ভুল ছিল প্রশ্নপত্রে। তখন হাইকোর্ট নির্দেশ দেয় এই প্রশ্নগুলোর জন্য যারা নেগেটিভ মার্কস পেয়েছেন, তাদের বাড়তি নম্বর দিতে হবে। তবে রায় না মানায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা।

বিচারপতি তালুকদার সমস্ত টেট পরীক্ষার্থীদের অতিরিক্ত ৬ নম্বর দেবার নির্দেশ দেন। মামলাটি সিঙ্গেল বেঞ্চে গেলে সেখানেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত প্রার্থীদের বাড়তি নম্বর দেবার কথা বলেন।

পর্ষদের দাবি, সমস্ত প্রার্থীদের অতিরিক্ত ৬ নম্বর করে দিলে মেধাতালিকা সম্পূর্ন ওলটপালট হয়ে যাবে। তবে পর্ষদের এই যুক্তি ডিভিশন বেঞ্চ মানেনি। এই মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular