সম্প্রতি Airport Authority of India এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মী নিয়োগের (Recruitment) কথা জানানো হয়েছে। ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি ভালো ভাবে। (AAI Recruitment)
নোটিশ প্রকাশ:
03/2023
যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হলো:
1. Sr. Assistant (Accounts)
2. Jr. Assistant (Office)
3. Junior Executive(Finance)
4. Junior Executive (Common Cadre)
5. Junior Executive (Law)
6. Junior Executive (Fire Services)
নিচে পদগুলির বিষয়ে বিস্তারিত জানানো হলো:
(1) পদের নাম:
Sr. Assistant (Accounts)
শূন্যপদ:
এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের B.Com এ গ্র্যাজুয়েশন পাশ (Graduation Passed) করে থাকতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর 2 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 30 বছরের মধ্যে যাদের হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক 36,000 টাকা করে দেওয়া হবে।
(2) পদের নাম:
Jr. Assistant (Office)
শূন্যপদ:
এখানে মোট 9 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ (Graduation Passed) করে থাকতে হবে।
বয়সসীমা:
এই পদের জন্য আবেদনকারির সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 40,000 টাকা করে দেওয়া হবে।
(3) পদের নাম:
Junior Executive(Finance)
শূন্যপদ:
এখানে মোট 237 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে B.Com এ গ্র্যাজুয়েশন পাশ (Graduation Passed) করে থাকতে হবে।
ii) প্রার্থীর Finance এ ICWA/CA/MBA থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে ।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।
(4) পদের নাম:
Junior Executive (Common Cadre)
শূন্যপদ:
এখানে মোট 237 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ (Graduation Passed) করে থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স 27 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।
5) পদের নাম:
Junior Executive (Law)
শূন্যপদ:
এখানে মোট 18 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদন করার জন্য প্রার্থীদের Law এ Bachelor Degree থাকতে হবে।
ii) প্রার্থীর নাম Bar Counsil of India তে Registration এ থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 27 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।
(6) পদের নাম:
Junior Executive (Fire Services)
শূন্যপদ:
এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের Fire Engg./Mechanical Engg./Automobile Engg. এ ব্যাচেলর ডিগ্রি (Bachelor Degree) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স 27 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত প্রার্থীকে মাসিক 31,000 টাকা করে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
iii) আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের (Important Document) ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Photo) আপলোড করতে হবে।
iv) সবশেষে এরপর আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
আবেদন মূল্য:
i) UR, EWS এবং OBC পুরুষ প্রার্থীদের 1000 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
ii) SC /ST /PwD/মহিলাদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি:
এখানে লিখিত পরীক্ষার (Written Exam) মাধ্যমে প্রার্থীকে বেছে নেওয়া হবে।
নিয়োগ স্থান:
প্রার্থীদের ভারতের যে কোনো স্থানে নিয়োগ দেওয়া হতে পারে।
আবেদনের শুরুর তারিখ:
05/08/2023
আবেদনের শেষ তারিখ:
04/09/2023
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh