বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সিনেমা বা চলচ্চিত্র চর্চার পাঠক্রম রয়েছে। এবার তেমনিই সুযোগ পাওয়া যাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে। অন্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বা সিনেমা নিয়ে চর্চার পাঠক্রম রয়েছে, সেখানে বাংলা ভাষায় চর্চার সুবিধা নেই। এই প্রথম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে(Netaji Subhas Open University) পাওয়া যাবে বাংলা ভাষায় সিনেমা বা চলচ্চিত্র চর্চার সুযোগ। এই মর্মে কলেজ কর্তৃপক্ষর তরফে একটি স্বল্প মেয়াদী পাঠক্রমের সূচনা করা হয়েছে।
নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন এন্ড কালচারাল স্টাডিসের যৌথ উদ্যোগে এই স্বল্প মেয়াদী কোর্সটি করানো হবে অনলাইনের মাধ্যমে। কোর্সের নাম রাখা হয়েছে সিনেমার পাঠশালা। জেনে নিন এই কোর্সের সম্পর্কে বিস্তারিত।
এই কোর্সের জন্য কবে ভর্তি নেওয়া হয়?
এই কোর্সের জন্য দুবার ভর্তি নেওয়া হয়। প্রথমটি নভেম্বর মাসে এবং পরেরটি জুন মাসে।
কোর্সের মেয়াদ কত?
সম্পূর্ণ এই কোর্সের মেয়াদ দুই সপ্তাহ।
কিভাবে কোর্স করানো হবে?
অনলাইনের মাধ্যমে এই স্বল্প মেয়াদী কোর্সটি করানো হবে।
কবে ক্লাস করানো হবে?
সপ্তাহে দুদিন প্রাকটিক্যাল ক্লাস করানো হবে তাছাড়া পুরোটাই অনলাইনের মাধ্যমেই চলবে ক্লাস।
ভর্তি কবে?
আগামী ২৯ শে নভেম্বর পর্যন্ত ভর্তি চলবে।
কবে থেকে ক্লাস শুরু হবে?
আগামী ৩ ডিসেম্বর থেকে ১৭ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধে ৬ঃ৩০ থেকে ৮:৩০ পর্যন্ত চলবে ক্লাস।
কোর্সটিতে চলচ্চিত্রের ভাষার বৈচিত্র এবং মাধ্যমের ওপর আলোকপাত করা হবে।, তাছাড়া চলচ্চিত্র নির্মাণ পদ্ধতি,,চলচ্চিত্রের সময় এবং স্থানের ব্যবহার, তথ্যচিত্র, ইতিহাস, সংযোগ বিদ্যা ইত্যাদির সাথে এই পাঠক্রম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে থাকবে বিশ্ব সিনেমা ও তার ইতিহাস সম্পর্কিত বিষয় তাছাড়া ভারতীয় সিনেমার ইতিহাস, সিনেমার ভাষা সম্পর্কে জ্ঞান, সিনেমায় ব্যবহৃত সংগীত সম্পর্কে জানানো হবে শিক্ষার্থীদের। কোর্সের দ্বিতীয় ভাগে থাকছে সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটকের সিনেমা নিয়ে বিভিন্ন রকম আলোচনা, সাহিত্যিকদের লেখা কিভাবে চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও মেঘে ঢাকা তারা, শোলের মতসবিভিন্ন বাণিজ্যিক সিনেমা নিয়েও বিশেষ ক্লাস করানোর ব্যবস্থা থাকবে।