HomeEducation Newsনেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু হলো স্নাতকে ভর্তির প্রক্রিয়া, জেনে নিন সমস্ত...

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু হলো স্নাতকে ভর্তির প্রক্রিয়া, জেনে নিন সমস্ত খুঁটিনাটি।

অনেক শিক্ষার্থীই আছেন যাঁরা পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে চান আর তাই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই শুরু করেন চাকরির খোঁজ বা কোনো পার্ট টাইম জবের(Part Time Job)। তবে উচ্চশিক্ষা না হলে তো ভালো চাকরিও পাওয়া দুষ্কর তাই অনেকেই মুক্ত বিশ্ববিদ্যালয়ে বা Open University তে ভর্তি হতে চান।

যাতে পড়াশোনার পাশাপাশি পরিবারের পাশে থাকতে পারেন আর মুক্ত বিশ্ববিদ্যালয় বলতে আমরা বেশিরভাগ জানি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা Netaji Subhas Open University এর কথা। এই বিশ্ববিদ্যালয়ে শুরু করেছে স্নাতক এ ভর্তির প্রক্রিয়া। জেনে নিন সমস্ত খুঁটিনাটি।

কোন কোন বিষয়ের জন্য ভর্তি নেওয়া হবে?

এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রসায়ন, প্রাণিবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত (Bengali, English, Geography, Chemistry, Physics, Mathematics) সহ বিভিন্ন বিভাগে স্নাতক কোর্সে ভর্তি নেওয়া হবে।l

আবশ্যিক যোগ্যতা:

আবেদনকারীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

কোর্সের মেয়াদ:

৩ বছর। তবে কোর্সে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে ৬ বছর পর্যন্ত।

কোর্সের খরচ:

বিষয় অনুযায়ী মোটামুটি ৪০৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৯৫০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

আবেদন পদ্ধতি:

আবেদনকারীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি মোতাফেক আবেদন করতে হবে নিজের তথ্য সমেত।

আবেদনের শেষ তারিখ:

আগামী ৩১ শে তারিখে জুলাই পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া।

Official Website Link:
https://www.wbnsou.ac.in/

বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular