যাঁরা গবেষণামূলক কাজ করতে আগ্রহী তাদের জন্য সুখ্যাত প্রতিষ্ঠান IIT Kharagpur এ দারুণ সুযোগ। IIT অর্থাৎ Indian Institute of Technology Kharagpur এর তরফে প্রকাশিত হয়েছে এই সম্পর্কিত বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
প্রকল্পের নাম:
Next Generation Wireless Research and Standardization on 5G and Beyond
প্রকল্পটি কোথায় হবে?
আইআইটি খড়গপুরের অধীনস্থ G S Sanyal School of Telecommunication এ।
পদের নাম:
Senior Project Engineer(Research)
শূন্যপদের সংখ্যা:
২২ জন।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন সীমা:
নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৬৫,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের অবশ্যই উল্লিখিত পদের ক্ষেত্রে Mtech বা MS উত্তীর্ণ হতে হবে এবং যেসব প্রার্থীর ডিজিটাল কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন, ডিএসপি, ওয়্যারলেস নেটওয়ার্ক, অপটিক্যাল নেটওয়ার্ক, ম্যাটল্যাব, অমনেট++ (Digital Communication, Wireless Communication, DSP, Wireless Network, Optical Network, MATLAB, Omnet++) নিয়ে কাজের দক্ষতা রয়েছে, নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
আবেদনকারীদের ওয়েবসাইটে গিয়ে নিজের প্রয়োজনীয় তথ্য সমেত আবেদন জানাতে হবে অনলাইনে।
আবেদন মূল্য:
মহিলা প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের আবেদন মূল্য ১০০ টাকা করে ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৩ জুলাই।
Official Website Link:
https://www.iitkgp.ac.in/
এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।