আজ অর্থাৎ ১ জুলাই থেকে শুরু হলো IBPS ক্লার্কের জন্য আবেদন প্রক্রিয়া। কি আবেদন পদ্ধতি? কি কি যোগ্যতা প্রয়োজন? এই সকল বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
IBPS Cleark
শূন্যপদের সংখ্যা:
i) সারা দেশে মোট শূন্যপদের সংখ্যা: ৬১২৮
ii) পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা: ৩৩১
আবশ্যিক যোগ্যতা:
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রিপ্রাপ্ত (Honours Graduated) হতে হবে এবং কম্পিউটারে (Computer) দক্ষতার প্রমাণস্বরূপ শংসাপত্র (Certificate) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স ২০-২৮ বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
Basic Pay হিসেবে নিযুক্ত কর্মী পাবেন ১৯,৯০০ টাকা এবং এর সঙ্গে বিভিন্ন DA, HRA অন্যান্য Allowance নিয়ে মোট গড় বেতন ২৮,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পাবেন কর্মী। সর্বোচ্চ মোট বেতন ৩২,০২৪ টাকা।
আবেদন পদ্ধতি:
i) ইচ্ছুক প্রার্থীদের প্রথমে IBPS এর প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর (Verified E-mail and Phone Number) দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ও লগইন করতে হবে।
ii) লগইন করে নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেইসব তথ্য স্ক্যান করে আপলোড (Scan and Upload) করতে হবে।
iii) এরপরে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করতে হবে।
আবেদন প্রক্রিয়া শুরু :
১/০৭/২০২৪
আবেদন প্রক্রিয়া শেষ:
২১/০৭/২০২৪
প্রিলিমিনারি এক্সাম:
২৪,২৫,৩১ অগাস্ট, ২০২৪
মেইনস এক্সাম:
১৩ অক্টোবর ২০২৪
Important Links:
Official Website Link:
https://www.ibps.in
বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
-Written by Riya Ghosh