HomeEducation Newsনেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তি প্রক্রিয়া শুরু, জানুন বিস্তারিত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকের ভর্তি প্রক্রিয়া শুরু, জানুন বিস্তারিত।

নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া। গত দু’দিন আগে এই বিষয়ে জানিয়ে প্রতিষ্ঠানটির তরফে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি। তাতে আগ্রহী পড়ুয়াদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে বিভিন্ন বিভাগে ভর্তি হ‌ওয়ার কথা জানানো হয়। UGC-DB অর্থাৎ University Grants Commission Distance Education Bureau এর তরফে জানানো হয়েছে এটি।জানুন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে।

কোন কোন বিষয়ের জন্য নেওয়া হবে ভর্তি?

i) School of Humanities এর অধীনস্থ বাংলা ও ইংরেজি (Bengali, English)
ii) School of Social Science এর অধীনস্থ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ (History, Political Science, Social Education, Public Administration)
iii) School of Science এর অধীনস্থ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, ভূগোল, প্রাণীবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা বিভাগ (Physics, Chemistry, Mathematics, Zoology, Botany)
iv) School of Education এর এডুকেশন বিভাগ এবং স্কুল অফ প্রফেশনাল স্টাডিজের অধীনস্থ বাণিজ্য এবং অর্থনীতি (Commerce and Economy) বিভাগে নেওয়া হবে ভর্তি।

কোর্সের মেয়াদ:

তিন বছর।

রেজিস্ট্রেশন এর মেয়াদ:

ছয় বছর।

শিক্ষাগত যোগ্যতা:

প্রতিটি বিভাগের জন্য যোগ্যতার মাপকাঠি ভিন্ন তবে সকল বিভাগেই ভর্তি হতে গেলে উচ্চমাধ্যমিক বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রার্থীকে। বিস্তারিত জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে দেখতে পারেন।

আবেদন পদ্ধতি:

অনলাইনে আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজেদের সমস্ত প্রয়োজনীয় তথ্য সমেত আবেদন করতে হবে।

আবেদন ফি:

বিভিন্ন কোর্স অনুযায়ী আবেদন ফি ভিন্ন। তবে আবেদন ফি ৪,০৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫,৯৫০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

আবেদন শেষ:

আগামী আগামী ৩১ জুলাই শেষ হবে আবেদন।

Official Website Link:
https://www.wbnsou.ac.in/

এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular