গত রবিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে কলেজে ভরতির জন্য আবেদন প্রক্রিয়া। বদলে গেছে পুরো প্রক্রিয়া। কীরকম? এতদিন প্রতিটি কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে করতে হতো ভর্তির আবেদন কিন্তু এবার একটি অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের (Centralized Admission Portal) মাধ্যমে আবেদন করতে হচ্ছে। বেছে নেওয়া যাবে সেখান থেকে নিজেদের পছন্দের বিষয়গুলিও। শুনতে সহজ লাগলেও যেহেতু এটি নতুন পদ্ধতি তাই অনেকেই সঠিক পদ্ধতি সম্পর্কে জানেন না। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে সেগুলি জেনে নেয়া যাক।
প্রয়োজনীয় তথ্য:
১) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন।
২) মাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৩) উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন।
৪) উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
৫) উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
৬) সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)।
৭) ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠা অথবা ক্যানসেলড চেক অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পৃষ্ঠা।
৮) এছাড়া লাগবে সমস্ত নথির স্ক্যান করা কপি অর্থাৎ নথির অরিজিনাল ও কপি, দুইই লাগবে।
আবেদন প্রক্রিয়ার সময়:
গত ২৪ জুন থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
আবেদন পদ্ধতি:
আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতরের অফিসিয়াল ওয়েবসাইট ‘বাংলার উচ্চশিক্ষা’ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
মনে রাখবেন যে এই কেন্দ্রীয় পোর্টালের আওতায় রাজ্যের মোট ৪৬১টি সরকারি এবং সরকার-পোষিত কলেজ আছে ঠিকই কিন্তু প্রার্থীপিছু মাত্র ২৫টি কলেজে আবেদন করা যাবে।
আবেদন ফি:
আবেদনের জন্য কোনোরকম টাকা লাগবেনা। শুধুমাত্র ভর্তির ফি দিতে হবে পড়ুয়াদের।