কলকাতা পোর্ট ট্রাস্ট (Post Trust) অর্থাৎ যা শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর নামেও পরিচিত সেই সংস্থার তরফে কেরানি পদে করা হয়ে নিয়োগ। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত।
অফিস সহকারী (কেরানি)
35 জন
14/06/2024
i) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduate) বা সমমানের কোনো ডিগ্রি লাভ করে থাকতে হবে।
ii) আবেদনকারীর অবশ্যই টাইপিংয়ে (Typing) দক্ষতার শংসাপত্র (Certificate) থাকতে হবে।
iii) প্রার্থীর অবশ্যই ক্লারিকাল স্টাফ/অফিস অ্যাসিস্ট্যান্ট/ডেটা এন্ট্রি অপারেটর/মাল্টিটাস্কিং স্টাফ/কম্পিউটার সহকারী/ব্যক্তিগত সচিব (Clerical Staff/Office Assistant/Data Entry Operator/Multitasking Staff/Computer Assistant/Personal Secretary) যেকোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিযুক্ত প্রার্থীকে মাসিক 26,000 /- টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
i) লিখিত পরীক্ষা (100 নম্বর MCQ, সময় – 2 ঘন্টা)
ii) টাইপিং পরীক্ষা (ইংরেজি টাইপিংয়ে 90% নির্ভুলতার সাথে 40 wpm)
ইংরেজি ভাষা:
ব্যাকরণ, শব্দভান্ডার, বোধগম্যতা, বাক্যের গঠন, প্রতিশব্দ, বিপরীতার্থক শব্দ এবং মৌখিক ক্ষমতা।
সাধারণ জ্ঞান:
বর্তমান বিষয়, ইতিহাস, ভূগোল, সাধারণ বিজ্ঞান এবং গুরুত্বপূর্ণ ঘটনা।
গণিত:
পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, এবং মৌলিক পরিসংখ্যান এবং অন্যান্য
লজিক্যাল রিজনিং:
লজিক্যাল সিকোয়েন্স, সাদৃশ্য, কোডিং-ডিকোডিং, প্যাটার্ন রিকগনিশন, এবং সমস্যা সমাধানের দক্ষতা এবং অন্যান্য।
14/06/2024
15/07/2024
-Written by Riya Ghosh