সম্প্রতি খুলে গেছে সমস্ত স্কুল। রাজ্যে বর্তমানে প্রায় ৬৪ হাজার স্কুল আছে। যার মধ্যে প্রাথমিক স্কুল ৫০ হাজার ও মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল ১৪ হাজার। কিন্তু অতিরিক্ত গরম দেখা যাচ্ছে এখনো। এমন সময় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে সকালে অর্থাৎ সকাল ৭ টা বা ৭:৩০ টা থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। অন্তত জুন মাসটা এরকমই চলবে।
কিন্তু সকালে স্কুল শুরু হলে যদি কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী নিজের কাজে ফাঁকি মারে? তারও সমাধান করেছে সরকার। থাকবে স্কুল পরিদর্শক। তারা সঠিক খবরাখবর জানাবে সরকারকে।
জুন মাসেও গরমে ফুঁসছে গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টির কোনো দেখা নেই। এমন অবস্থায় বেশিদিন স্কুল বন্ধ করে রাখা যায়না কিন্তু পড়ুয়াদের কথা ভেবে সকালে স্কুলের সময় করলো রাজ্য সরকার। অন্তত যতদিন ঠিকমতো বর্ষা না আসে ততদিন এই ভাবেই চলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।