ছাত্রজীবনে পড়াশোনা যেমন জরুরি, ঠিক তেমনি জরুরি পড়াশোনার ফাঁকে ছুটির দিন। ছুটি এমন একটি জিনিস যার নাম শুনলে শুধু ছাত্রছাত্রী নয়, চাকুরীজীবী থেকে শুরু করে সকলেই খুশি হয়ে ওঠে। ছুটি যত দীর্ঘ হয়, ততই সবার আনন্দ বৃদ্ধি পায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক যে চলতি মাসে অর্থাৎ মার্চ মাসে কোন কোন দিনগুলিতে স্কুল ও কলেজের ছুটি থাকবে?
মাসের শুরুতেই সকলের চোখ এঁটে যায় ক্যালেন্ডারে(Calendar)। কবে কবে ছুটি তার খোঁজ নিতে মন হয়ে ওঠে অস্থির। বছরের শুরু থেকে নিউ ইয়ার, সরস্বতী পুজো ইত্যাদি মিলিয়ে বেশ কিছু ছুটি পেয়েছে সবাই এতদিনে। এবার মার্চ মাসে ছুটির তালিকা দেখার অপেক্ষা। মার্চ মাসে তাহলে কবে কবে ছুটি থাকবে তার তালিকা নিচে দেওয়া হলো, অবশ্যই রবিবার বাদ দিয়ে কারণ রবিবার মানেই রাজ্যস্তরে ছুটির দিন সেটাই সবার জানা।
সাধারণ ভাবে দেশ, অঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিতেই পরিবর্তন ঘটে ছুটির দিনগুলিতে। এই রাজ্যের মার্চ মাসের ছুটির তালিকা নিচে দেওয়া হলো।
৬ মার্চ, ২০২৪: বুধবার(Wednesday): মহর্ষি দয়ানন্দ সরস্বতী জয়ন্তী(Maharshi Dayananda Saraswati Jayanti)।
৮ মার্চ, ২০২৪: শুক্রবার(Friday): মহা শিবরাত্রি(Maha Shivaratri)।
২৫ মার্চ, ২০২৪: সোমবার(Monday): দোলযাত্রা/ হোলি(Dol/Holi)।
২৯ মার্চ, ২০২৪: শুক্রবার(Friday): গুড ফ্রাইডে(Good Friday)।
এছাড়াও কয়েকটি ছুটির দিন পরেছে রবিবারে। যেমন,
২৪ মার্চ, ২০২৪: রবিবার(Sunday): হোলিকা দহন(Holika Dahana)।
৩১ মার্চ, ২০২৪: রবিবার(Sunday): ইস্টার ডে(Easter Day)।
উপরোক্ত ছুটির দিনগুলো ছাড়াও সরকারের পক্ষ থেকে অনিবার্য কারণবশত কোনো ছুটি ঘোষণা করা হলে সেটিও উপভোগ করতে পারবেন সকলে।
-Written by Riya Ghosh