WBPDCL অর্থাৎ West Bengal Power Development Corporation Limited হলো ভারতের অধীনে থাকা একটি প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ(Public Sector Enterprise)। সম্প্রতি এই সংস্থার তরফে বেশ কিছু পদে নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জেনে নিন বিস্তারিত।
1. পদের নাম:
Welfare Officer
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
- i) আবেদনকারীকে অবশ্যই Graduation ও MBA – HR পাশ করে থাকতে হবে।
- ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে 15 বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 55 বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিযুক্ত প্রার্থীদের 63,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
2. পদের নাম:
Assistant Mines Manager
শূন্যপদ:
মোট 46 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
- i) আবেদনকারীকে অবশ্যই Mining Engineering নিয়ে B.Teh পাশ করে থাকতে হবে।
- ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর সর্বোচ্চ বয়স 55 বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিযুক্ত প্রার্থীদের 63,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
3. পদের নাম:
Overman
শূন্যপদ:
18 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
- i) আবেদনকারী প্রার্থীদের Mining Engineering নিয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
- ii) সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম এক বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 55 বছরের মধ্যে হতে হবে।
বেতন:
নিযুক্ত প্রার্থীদের 41,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
এছাড়াও Junior Engineer (Mechanical and Electrical) পদেও নিয়োগ করা হবে কর্মীদের।
4. পদের নাম:
Surveyor
শূন্যপদ:
7 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
- i) আবেদনকারীর অবশ্যই Survey Engineering নিয়ে Diploma পাশ করে থাকতে হবে।
- ii) এছাড়াও প্রার্থীর কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 55 বছরের মধ্যে হতে হবে।
বেতন:
প্রার্থীদের মাসে 41,000 টাকা বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
- i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
- ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের নাম নথিভুক্ত (Register) করতে হবে।
- iii) এর পরে প্রার্থীরা ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
- iv) এবারে প্রার্থীকে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি (Photocopy of Documents) এবং পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Photo) আপলোড করতে হবে।
- v) সবশেষে ফর্মটি সাবমিট (Submit) করে দিতে হবে।
নিয়োগ পদ্ধতি:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন শুরুর তারিখ:
04/12/2023
আবেদনের শেষ তারিখ:
25/12/2023
আরো বিস্তারিত জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh