HomeDAসপ্তম পে কমিশনে ৪ শতাংশ DA বাড়ার কথা ঘোষণা করলো সরকার! প্রকাশিত...

সপ্তম পে কমিশনে ৪ শতাংশ DA বাড়ার কথা ঘোষণা করলো সরকার! প্রকাশিত হল বিজ্ঞপ্তি, জানুন বিস্তারিত।

অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবস্থান ঘটলো। বৃদ্ধি পেতে চলেছে সরকারি কর্মচারীদের Dearness Allowance অর্থাৎ DA যা কিনা পেনশনভোগী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। এখানেই শেষ নয়, কারণ Arrear অর্থাৎ বকেয়া টাকাও দেওয়া হবে। 

তবে এই মহার্ঘ্য ভাতা এই রাজ্যে নয় বরং জম্মু ও কাশ্মীরের সকল সরকারী কর্মচারীদের জন্য প্রযোজ্য। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 7th Pay Commission এর আওতায় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মোট 4 শতাংশ হারে DA বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ এতদিন যেসব কর্মচারী ৪২% হারে DA পেতেন, তাঁরা এবার থেকে ৪৬% হারে DA পাবেন। 

এ তো গেল DA এর কথা। এবার জানা যাক যে কতদিনের

Arrear এর টাকা পাবেন কর্মচারীরা। এই বিষয়ে জম্মু ও কাশ্মীরের অর্থ দফতরের তরফে জানানো হয়েছে যে ২০২৩ সালের জুলাই থেকে সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন এবং কর্মচারী পিছু জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের Arrear পাবেন।

জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি ঘোষণার পরে কেন্দ্রীয় কর্মচারীরা আরো এক দফার DA বৃদ্ধির আশা দেখছেন। তাঁরা আশাবাদী যে ২০২৪ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের একদফা DA বৃদ্ধি পেতে পারে। তবে সেই ডিএ বৃদ্ধির ঘোষণা ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের প্রথম দিকে হতে পারে।

তবে DA বৃদ্ধির বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত কোনো আশা নেই অর্থাৎ DA বৃদ্ধির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি। এই কারণে কর্মচারীরা আগামী ১৯ ডিসেম্বর থেকে নবান্নের সামনে বিক্ষোভ দেখাবেন বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারদিনের এই কর্মসূচির পরে ফের নতুন বছরের জানুয়ারি মাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular