যুগ এগিয়ে চলেছে কিন্তু বেড়ে চলেছে বেকারত্বের সমস্যা এই দেশে পাল্লা দিয়ে। এবার তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর নিয়ে এলেন। বেকারত্বের জ্বালা বড়ো জ্বালা। সরকার তাই যুবক যুবতীদের জন্য এবার ঘরে বসেই ২৫০০ টাকার ভাতা পাওয়ার ব্যবস্থা নিতে চলেছে।
এই ভাতার ৬০ শতাংশ দেবে রাজ্য সরকার ও বাকি ৪০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরা। তবে অবশ্যই আবেদন করার কিছু শর্তাবলী বর্তমান। কি সেই আবেদনের যোগ্যতা বা মাপদন্ড এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিন বিস্তারিত।
এই প্রকল্পটির নাম হলো ‘Employment Exchange Scheme’ যার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যৌথভাবে। ঘরে বসেই বেকার যুবক যুবতীরা সুযোগ পাবেন প্রায় ২৫০০ টাকা ভাতা পাবার। আসুন তাহলে জেনে নিই বিস্তারিত তথ্যাবলী।
আবেদনের শর্তাবলী ও যোগ্যতা:
- ১) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
- ২) আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। উচ্চশিক্ষিত হলে আরো ভালো।
- ৩) আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে।
- ৪) আবেদনকারী প্রার্থীদের সম্পূর্ণ বেকার হতে হবে অর্থাৎ কোনোরকম পার্ট টাইম জব করাও যাবেনা।
- ৫) আবেদনকারীর নাম Employee Exchange অফিসে দুই বছর আগে নথিভুক্ত থাকতে হবে।
- ৬) আবেদনকারীকে নিজের নাম অবশ্যই সরকারি কর্মসংস্থান নির্দেশিকা কেন্দ্রে নথিভুক্ত করতে হবে।
প্রসঙ্গত বলে রাখি যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সরকারের উদ্যোগে ইতিমধ্যেই যুবশ্রী প্রকল্প শুরু করা হয়েছে যাতে রাজ্যের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পান। তাই এই নতুন প্রকল্প রাজ্যে কতখানি প্রচলিত হবে তা অনিশ্চিত তবে দেশের অন্য সমস্ত রাজ্যে এই প্রকল্পের সুবিধা পাবেন সকলে।
-Written by Riya Ghosh