HomeJob updatesরাজ্যের স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ।...

রাজ্যের স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ। জেনে নিন বিস্তারিত।

রাজ্যের যেসব প্রার্থী বহুদিন ধরে চাকরি খুঁজছেন তাঁদের জন্য সুখবর। আলিপুরদুয়ারের সুবোধ সেন স্মৃতি দৃষ্টিহীন স্কুলে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই হবে। রয়েছে আরো কিছু যোগ্যতার মাপকাঠি। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

নোটিশ নং:

02

নোটিশ প্রকাশের তারিখ:

06/11/2023

পদের নাম:

Assistant Teacher

শূন্যপদ:

1টি।

যোগ্যতা:

আবেদনকারীর যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করার সাথেই B.Ed ডিগ্রি থাকতে অর্থাৎ, দৃষ্টিহীন পড়ুয়াদের শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় ডিগ্রি করা থাকতে হবে।

বয়সসীমা:

আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন 33,400 টাকা থেকে 86,100 টাকা পর্যন্ত দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

  • i) আবেদন করা যাবে শুধুমাত্র অফলাইনে(Offline)।
  • ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে তারপর সঠিকভাবে নিজের যাবতীয় তথ্য সমেত সঠিকভাবে পূরণ করতে হবে।
  • iii) আবেদনপত্রটি পূরণ করার পরে আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউ (Direct Interview) মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।

আবেদন পাঠাবার ঠিকানা:

The Chairman of Selection Committee,

Subodh Sen Smriti Dristihin Vidyalaya,

C/o – Sub Divisional Officer,

Alipurduar Sadar, Alipurduar Court,

Dist – Alipurduar, 736122

আবেদনের সময়সীমা:

আগামী 05/12/2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular