রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি IIT Kharagpur এর পক্ষ থেকে কর্মী নিয়োগের(IIT Kharagpur Group-C Recruitment 2023) একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েক ধরনের পদে কর্মীদের নিয়োগ করা হবে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলেই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা উপযুক্ত যোগ্যতাসম্পন্ন হলে শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
IIT Kharagpur Recruitment 2023 এ নিয়োগের শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification), বেতন(Salary), বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। আপনারা চাইলে অফিসিয়াল নোটিফিকেশনটি(Official Notification) ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পারবেন।
পদের নাম-
MTS, Junior Assistant, Junior lab Assistant, Driver, Registarar, Librarian, Engineer, Executive, Staff Nurse এবং আরো বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ-
মোট ১৮২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদন শুরু-
05/10/2023
আবেদন শেষ-
30/10/2023
বয়সসীমা-
বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি চেক করে নিন। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন দেওয়া আছে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা-
Higher Secondary/ Graduate Pass / BBA উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বেশ কয়েকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে।
আবেদন মূল্য-
অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদনমূল্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন(Online Recruitment) করতে হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে(Official Website) ভিজিট করতে হবে। IIT Kharagpur junior assistant recruitment 2023 notification PDF টি ভালোভাবে পড়ে নিয়ে রেজিস্টার করার পোর্টালে যেতে হবে। তারপর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করে নিতে হবে।
এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর আবেদন মূল্য জমা করতে হবে।
Important Link:
Official Notification: Click Here
Official Website: Click Here