রাজ্যের কৃষি দপ্তরের (Agricultural Department) তরফে সম্প্রতি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আবেদনের জন্য ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই হবে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার বাসিন্দাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ সমস্ত বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম:
Field Worker
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগের (Science Department) যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ (Graduation Passed) হতে হবে।
ii) স্নাতক স্তরে Bsc পাশ করেছেন এমন প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
রাজ্য সরকারের লেবার কমিশনের নিয়ম মাফিক ন্যূনতম মাসিক হার অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রার্থীকে প্রথমে ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে নিতে হবে।
iii) এরপরে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি নথিপত্র গুলি একসাথে যুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরের নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Office of the Agriculture Chemist,
Soil Testing Laboratory,
Gour Road, Mokdumpur,
Near Krishi Bhawan, Malda
আবেদনের শেষ তারিখ:
১০ নভেম্বর, ২০২৩
নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh