HomeJob updates677টি শূন্যপদে কেন্দ্রীয় সরকারের IB দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত।

677টি শূন্যপদে কেন্দ্রীয় সরকারের IB দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত।

চাকরী প্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনে IB অর্থাৎ Intelligence Bureau এর তরফে MTS অথবা Multitasking Staff পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Indian Citizen or Resident of West Bengal) হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ জেনে নিন বিস্তারিত। (IB Recruitment 2023)

নিয়োগ সংস্থা:

Intelligence Bureau

পদের নাম:

i) MTS
ii) Security Assistant/Motor Transport

শূন্যপদের সংখ্যা:

677টি।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনকারী প্রার্থীদের নুন্যতম মাধ্যমিক পাশ (Secondary Passed) করে থাকতে হবে।
ii) অন্যান্য যোগ্যতা বিষয়ে জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।

বয়সসীমা:

i) MTS:
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।
ii) Security Assistant/Motor Transport:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 25 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন:

i) MTS: 18,000-56,900/- টাকা।
ii) Security Assistant/Motor Transport: 21700-69100/- টাকা।

আবেদন পদ্ধতি:

i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদন ফি:

i) UR: 500/- টাকা।
ii) Female/SC/ST/PWD: 50/- টাকা।

নিয়োগ প্রক্রিয়া:

i) Written Exam
ii) Personality Test
এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের।

আবেদনের শুরুর তারিখ :

14/10/2023

আবেদনের শেষ তারিখ :

13/11/2023

পরীক্ষার তারিখ:

পরে জানানো হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ :

পরীক্ষার তারিখের 10 দিন আগে।

নিয়োগ সংক্রান্ত আরো তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular