Radio Production এর তরফে ছয় মাসের কোর্সের দ্বিতীয় দফায় ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University)। এই প্রক্রিয়া গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই শেষ হবার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু সংখ্যক পরীক্ষার্থী সময়মতো উপস্থিত হতে পারেন নি বিশ্ববিদ্যালয়ে। সেইসব পরীক্ষার্থীদের অনুরোধের কারণেই ফের শুরু হতে চলেছে এই দ্বিতীয় দফায় ভর্তির প্রক্রিয়া। সম্প্রতি এই সম্পর্কে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণরূপে পড়ুন।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে যে, আগের দফায় ভর্তি প্রক্রিয়া চলাকালীন বহু পরীক্ষার্থী প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থাৎ নিম্নচাপের কারণে গত ৩০ সেপ্টেম্বর ভর্তির পরীক্ষাতে উপস্থিত হতে পারেন নি। পরীক্ষার্থীরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়কে জানানোর সঙ্গে সঙ্গেই প্রতিষ্ঠানের তরফে দ্বিতীয় দফায় এই ভর্তি প্রক্রিয়া শুরুর কথা ভাবা হয় এবং তারপরই প্রকাশিত হয় বিজ্ঞপ্তি।
বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের তরফে করানো হবে এই সার্টিফিকেট কোর্স(Certificate Course)?
বিশ্ববিদ্যালয়ের School of Media, Communication and Culture এর তরফে ‘Radio Production’ এর জন্য করানো হবে এই Certificate Course টি।
কি কি শেখানো হবে এই কোর্সে?
এই কোর্সের মাধ্যমে রেডিয়োয় অনুষ্ঠান সম্প্রচারের জন্য Content Planning, রেডিওতে অনুষ্ঠান সম্প্রচারের সময় ঠিক করা, Soundboard, Editing-সহ নানা খুঁটিনাটি শেখানো হবে শিক্ষার্থীদের।
কোর্সটি কোন কমিশন (Commission) দ্বারা স্বীকৃত?
কোর্সটি UGC দ্বারা স্বীকৃত একটি কোর্স।
শূন্যপদ:
মোট ৩০টি আসন শূন্য রয়েছে।
কোর্সটির ফি:
কোর্সটির ফি বাবদ মোট অর্থের পরিমাণ ১৫,০০০ টাকা।
ক্লাসের সময়:
এই কোর্সের ক্লাস নেওয়া হবে সপ্তাহে তিন দিন, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
ভর্তির প্রক্রিয়া:
আগামী ১৩ অক্টোবর ভর্তির জন্য Written Exam এবং Interview নেওয়া হবে।
পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়ার সময়:
Written Exam Time:
সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।
Interview Time:
দুপুর ১:৩০ থেকে শুরু হবে Interview নেওয়া।
Interview নেওয়ার দিন সমস্ত পরীক্ষার্থীকে পূরণ করা আবেদনপত্র এবং অন্যান্য জরুরি তথ্য সহ উপস্থিত হতে হবে।
বিঃ দ্রঃ: নতুন করে কোনো প্রার্থী যদি আবেদন করতে চান, তাহলে তাঁদের বিশ্ববিদ্যালয়ের Information Center থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
আবেদনের জন্য যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই নুন্যতম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ (Higher Secondary Passed) হতে হবে।
ii) যেসব প্রার্থী অন্য কোন কোর্স করছেন বা চাকুরীজীবি, তাঁরাও এই কোর্সে আবেদন করার যোগ্য।
প্রসঙ্গত জানিয়ে রাখি যে গত ৩০ সেপ্টেম্বর যেসব প্রার্থী পরীক্ষা দিতে পেরেছিলেন তাঁরা কিন্তু কোনোভাবেই এই দ্বিতীয় দফার পরীক্ষাতে অংশ নিতে পারবেন না।
ভর্তির তালিকা প্রকাশের তারিখ:
আগামী ৩ নভেম্বর বেছে নেওয়া প্রার্থীদের নিয়ে প্রকাশ করা হবে ভর্তির তালিকা।
এই কোর্সের বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh