UPSC বা Union Public Service Commission এর পরীক্ষা হলো ভারতের সবথেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষা দিয়ে থাকেন তবে উত্তীর্ণ হতে পারেন কিছুজনই। এই পরীক্ষায় সাফল্যের জন্য প্রার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অধ্যবসায় করতে হয় বছরের পর বছর ধরে। আর এই কঠিন পরীক্ষাতেই জীবনের প্রথম চেষ্টাতেই সফলতা অর্জন করে সকলের কাছে আদর্শ হয়ে দাঁড়িয়েছেন ‘আদর্শ’! হ্যাঁ সত্যিই নিজের নামের স্বার্থকতা অর্জন করেছেন তিনি তাঁর এই সাফল্যে। জানুন তাঁর কাহিনী।
আজ এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাতে চলেছি উত্তরপ্রদেশের বারাবাঙ্কির বাসিন্দা ‘আদর্শ কান্ত শুক্লা’র (Adarsh Kant Shukla) মাত্র ২১ বছর বয়সে IPS Officer হয়ে ওঠার বিষয়ে। একদম সাধারণ এক মধ্যবিত্ত পরিবারের সন্তান যখন কোনোরকম কোচিং ছাড়াই, শুধুমাত্র নিজের চেষ্টায় এত কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারেন তখন তাঁর শুভাকাঙ্খীদের মধ্যে উৎসবের আয়োজন শুরু হওয়াটাই স্বাভাবিক। আদর্শর বাবা রাধাকান্ত শুক্লারও (Radhakant Shukla) IPS Officer হবার হলেও, আর্থিক দুর্বলতার কারণে আজ তিনি একটি প্রাইভেট ফার্মে অ্যাকাউন্ট্যান্ট (Accountant in Private Farm) হিসেবে কর্মরত।
গ্রাম থেকে আসা আদর্শর পরিবার আজ থেকে ২০ বছর আগে বারাবাঙ্কিতে আসেন এবং নিজের স্বপ্ন পূরণ না হলেও ছেলেকে IPS Officer বানানোর স্বপ্ন দেখতে শুরু করেন রাধাকান্ত শুক্লা (Radhakant Shukla) আর তাই অভাব অনটন থাকলেও ছেলের পড়াশোনায় কোনোরকম খামতি রাখেননি তিনি। অবশেষে তাঁদের সমস্ত কষ্ট সফল করে আজ তাঁদের সন্তান, আদর্শ, IPS Officer হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছেন।
আদর্শের পড়াশোনা:
ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী আদর্শ লখনউয়ের National PG College থেকে BSC ডিগ্রি অর্জন করেন তাও আবার BSC তে Gold Medalist সহ! আদর্শের স্বপ্নই ছিল IPS Officer হবার যার জন্য তিনি নিজের স্নাতক স্তরের পড়াশোনা শেষ হবার পরেই UPSC পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য সবরকম ভাবে প্রস্তুতি নিতে থাকেন।
UPSC পরীক্ষায় আদর্শের যাত্রাপথ:
২০২০ সালে আদর্শ প্রথমবার UPSC পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রথম প্রচেষ্টাতেই সর্বভারতীয় স্তরে ১৪৯ তম স্থান অর্জন করে ফেলেন। পরবর্তীতে আদর্শ IPS Officer হন।
আদর্শ সমস্ত যুবক যুবতীর কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিরকম চেষ্টা এবং উদ্যম থাকলে মাত্র ২১ বছর বয়সে বিনা কোচিং এবং জীবনের প্রথম চেষ্টাতেই UPSC এর মতো কঠিন পরীক্ষায় সফলতা অর্জন করা যায় তাঁর কাহিনী থেকে শেখা উচিত। পরীক্ষাকে সহজ ভাবে না নিয়ে গুরুত্বের সাথে বিবেচনা করলে তবেই এই সফলতা অর্জন সম্ভব। আদর্শের পরবর্তী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল।
– Written by Riya Ghosh