HomeNewsপুজোর মাসে মোট কতদিন ছুটি থাকবে রাজ্যের স্কুল কলেজ এবং সরকারি অফিস?...

পুজোর মাসে মোট কতদিন ছুটি থাকবে রাজ্যের স্কুল কলেজ এবং সরকারি অফিস? দেখুন তালিকা।

সবে শুরু হয়েছে ইংরেজি মাস অক্টোবর। অক্টোবর মানেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো এবং লক্ষ্মীপূজো। এই কারণে বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় ছুটির(WB Holiday) পরিমাণ বেশি থাকে। আবার লক্ষ্মীপূজো পেরোলেই সামনে রয়েছে কালীপুজো। তখনও সরকারি ছুটি(Government Holiday) পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা।

পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তরের(WB Finance Department) পক্ষ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়। বছরের শুরুতেই একটি ছুটির ক্যালেন্ডার(Holiday Calendar WB) প্রকাশ করা হয় অর্থ দপ্তরের তরফ থেকে। সেখানেই উল্লেখ করা থাকে বছরের কোন মাসের কোন তারিখে কি কারনে ছুটি থাকবে।

চলতি বছরের অক্টোবর মাসে মোট ১৭ টি ছুটি থাকছে। আবার যে সমস্ত অফিস শনিবার ছুটি থাকে সেগুলিতে অতিরিক্ত ২ দিন ছুটি থাকবে। অর্থাৎ মোট ছুটির পরিমাণ দাঁড়াবে ১৯টি। দেখে নেওয়া যাক অক্টোবর মাসের মোট ছুটির তালিকা(Holidays in October 2023)।

১ অক্টোবর: রবিবার :
২ অক্টোবর: গান্ধী জয়ন্তী
৮ অক্টোবর: রবিবার
১৪ অক্টোবর: মহালয়া
১৫ অক্টোবর: রবিবার
১৮ অক্টোবর: মহা চতুর্থী
১৯ অক্টোবর: মহা পঞ্চমী
২০ অক্টোবর: মহা ষষ্ঠী
২১ অক্টোবর: মহা সপ্তমী
২২ অক্টোবর: রবিবার: মহা অষ্টমী
২৩ অক্টোবর: মহা নবমী
২৪ অক্টোবর: দশমী
২৫-২৭ অক্টোবর: দুর্গাপূজার অতিরিক্ত দিন
২৮ অক্টোবর: লক্ষ্মী পূজা
২৯ অক্টোবর: রবিবার

অর্থ দপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ছুটির তালিকা প্রকাশ করা হয়। তবে মডেল স্কুল গুলি চাইলে এই ছুটির তালিকা বদল করতে পারে।

অক্টোবর মাস পার হলেও সরকারি কর্মচারীরা আরও বেশ কয়েকটি ছুটি পেতে চলেছেন নভেম্বর মাসে। নভেম্বর মাসেই রয়েছে ভাইফোঁটা, কালীপুজো, ছট পুজো এবং আরও অনেক উৎসব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular