HomeJob updatesবিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, জেনে নিন বিস্তারিত।

সম্প্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) Chemistry Department এর তরফে প্রকাশিত হলো বিশেষ প্রকল্পের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রয়েছে বিশেষ প্রকল্পে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জেনে নিন বিস্তারিত। (Visva Bharati University Recruitment)

পদের নাম:

Junior Research Fellow (JRF)

প্রকল্পটির নাম:

Electrochemical Synthesis of Functionalized Heterocycles of Biological Relevance

কাজের সময়সীমা:

প্রকল্পটিতে প্রার্থীকে নিয়োগ করা হবে ৩৬ মাস অর্থাৎ দুই বছরের জন্য। পরে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

মাসিক বেতন:

i) নিযুক্ত প্রার্থীকে প্রথম দু’বছর প্রতি মাসে ৩১ হাজার টাকা দেওয়া হবে।
ii) মেয়াদ বৃদ্ধি পেলে অর্থাৎ তৃতীয় বছরে নিযুক্ত ব্যক্তিকে ৩৫ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।

আবশ্যিক যোগ্যতা:

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতকোত্তর (Masters) উত্তীর্ণ হতে হবে এবং Organic Chemistry তে Specialized হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীকে National Eligibility Test অর্থাৎ NET/Graduation Aptitude Test অর্থাৎ GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:

i) আবেদনকারী প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
ii) সংরক্ষিত শ্রেণীর (Reserved Category) প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়মে কিছুটা ছাড় পাবেন।

আবেদন প্রক্রিয়া:

i) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of Visva Bharati University) যেতে হবে।
ii) Website এ গিয়ে ‘Homepage’ থেকে ‘Career’ অপশনে গেলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন।
iii) বিজ্ঞপ্তিতে গিয়ে প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য সমেত নির্দিষ্ট ঠিকানায় Email করতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে এই বিজ্ঞপ্তিটি আগেও একবার প্রকাশিত হয়েছিল। পুনরায় গত ১৮ সেপ্টেম্বর এটি প্রকাশিত হয়েছে।

আবেদনের শেষ তারিখ:

বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (Website of Visva Bharati University) দেখতে পারেন।

Important Link:

Official Website: Click Here

-Written by Riya Ghosh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular