Indian Institute of Engineering Science and Technology অর্থাৎ IIEST তে সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। জেনে নিন বিস্তারিত।(IIEST Shibpur Recruitment 2023)
পদের নাম:
Assistant Registrar
শূন্যপদ:
২টি।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন:
i) নিযুক্ত ব্যক্তিকে মাসিক ১৫,৬০০-৩৯,১০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে।
ii) এছাড়াও Grade Pay হিসেবে ৫৪০০ টাকা দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর (Post Graduated) হতে হবে।
ii) যেসব প্রার্থীর Management/Engineering/Law বিষয়ে যোগ্যতা থাকবে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
iii) বাকি সমস্ত যোগ্যতা জানতে হলে বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে অনলাইন অথবা অফলাইনে(Online or Offline)।
ii) আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড (Download) করে নিজের সমস্ত তথ্য সমেত পূরণ করতে হবে।
iii) আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হলে আবেদন মূল্য এবং সমস্ত তথ্য সমেত আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
অথবা,
সমস্ত তথ্য এবং আবেদন মূল্য সমেত আবেদনপত্র নির্দিষ্ট ইমেলের (Email) মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন মুল্য:
আবেদন মুল্য বাবদ ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ:
আগামী ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া:
Screening Test/ Presentation/ Interview এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে নিতে হবে।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh