কলকাতার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হলো St. Xaviers University! সম্প্রতি এই প্রতিষ্ঠানেই জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বিভিন্ন পদের জন্য এই নিয়োগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভারতীয় যেকোনো নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের যেকোনো বাসিন্দা (Resident of West Bengal) আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন। (St. Xaviers College Recruitment)
Employment No.:
01(09/2023/NON-TEACHING)
1. পদের নাম:
Office Assistant
শিক্ষাগত যোগ্যতা:
i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি (Graduation Degree) অর্জন করে থাকতে হবে।
ii) প্রার্থীর সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে।
মাসিক বেতন:
২২,৬০০/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
2. পদের নাম:
Accounts Officer
শিক্ষাগত যোগ্যতা:
i) ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Com ডিগ্রি অর্জন করতে হবে।
ii) সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা (Past Experience) থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
মাসিক বেতন:
৫৬,১০০/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে 35 থেকে 50 বছরের মধ্যে।
3. পদের নাম:
Assistant Register
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে ন্যূনতম ৫৫ শতাংশ নাম্বার সহ স্নাতকোত্তর (Masters Degree) উত্তীর্ণ হতে হবে।
মাসিক বেতন:
৫৭,৭০০/- টাকা।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদন করার জন্য প্রার্থীদের আবেদনের হার্ড কপি (Hard Copy) বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
The Register, St. Xavier’s University,
Kolkata Premises No. IIIB – 1,
Action Area IIB P.S.
Techno City,
Kolkata 700 160
আবেদনের শেষ তারিখ:
আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৩
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh