হুগলি জেলার West Bengal Community Resource Person সংস্থার তরফে মহিলা চাকরি প্রার্থীদের (Female Job Seekers) জন্য চুক্তিভিত্তিক এই চাকরির সুযোগের কথা জানিয়ে প্রকাশিত করেছে বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনিও আবেদন করতে পারবেন এই পদের জন্য। আবেদন প্রক্রিয়া সহ অন্যান্য বিষয়ে জেনে নিন বিস্তারিত। (West Bengal CRP Recruitment 2023)
নিয়োগ বোর্ড:
Recruitment Board of Hoogly Zilla
পদের নাম:
Community Resource Person
শূন্যপদের সংখ্যা:
এই বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
চাকুরি স্থান:
হুগলি
আবশ্যিক যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই মহিলা (Female) এবং স্ব-সহায়ক গোষ্ঠীর সদস্য (Member of Self Help Groups) হতে হবে।
ii) প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) উত্তীর্ণ হতে হবে।
iii) প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা (Local Language) জানতে হবে।
iv) প্রার্থীকে অবশ্যই ন্যূনতম দুই বছরের Computer Course Certificate এবং Smartphone ব্যবহারে দক্ষতা অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) প্রথমে প্রার্থীকে ওয়েবসাইটে (Website) গিয়ে বিজ্ঞপ্তিতে বলা ফরম্যাট (Format) অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে নিজের যাবতীয় তথ্য সহকারে।
iii) আবেদনপত্রটি পূরণ করা হলে নির্দিষ্ট ঠিকানায় অর্থাৎ Community Resource Person এর কাছে পাঠিয়ে দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
i) Written Exam
ii) Group Task
iii) Interview
এর মাধ্যমে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীকে।
আবেদনের শুরুর তারিখ:
07/09/2023
অনলাইন আবেদনের শেষ তারিখ:
22/09/2023
পরীক্ষার তারিখ:
পরে জানিয়ে দেওয়া হবে Website এর মাধ্যমে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ:
পরীক্ষার তারিখের 10 দিন আগে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh