বহুদিন ধরে পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা চলছে। বিশেষ করে শিক্ষক নিয়োগ(WB Teacher Recruitment) প্রক্রিয়ায় সব থেকে বেশি জটিলতা চলছে রাজ্যে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা চলছে আদালতে। বারবার একাধিক কারণে রাজ্য শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে যাচ্ছে। এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দিয়েছিলেন যে, দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু তারপরেও সরকারের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ফলত, হতাশ হয়েছেন অনেক চাকরিপ্রার্থীরা। তবে আবারও শিক্ষামন্ত্রী শিক্ষক নিয়োগ সম্পর্কে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ(Head Master Recruitment) প্রক্রিয়া চালু হবে। প্রচুর শূন্যপদে রাজ্যের স্কুলগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগের বার্তা দিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
সামনে রাজ্যে কয়েক হাজার শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের(Head Master Recruitment WB) কথা আছে। তার আগে প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রিসভায় প্রধান শিক্ষক নিয়োগের বিধি সংক্রান্ত একটি বিল পেশ করা হবে। তবে এখনো পর্যন্ত তা করা হয়নি। তবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে যে, প্রধান শিক্ষক নিয়োগের বিধি তৈরি করা মোটামুটি প্রস্তুত, মন্ত্রিসভায় তা শুধুমাত্র পেশ করার অপেক্ষা। মন্ত্রিসভার অনুমোদন মিললেই প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটিকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
খুব শীঘ্রই রাজ্যের মন্ত্রিসভায় প্রধান শিক্ষক নিয়োগের বিধি পেশ করা হতে পারে। তারপরই প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি সম্পর্কে এগোনো হবে। বিধি পাশ হলেই রাজ্যের স্কুল সার্ভিস কমিশন(School Service Commission) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তবে এই বিল কবে পাশ হবে, তাই নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে। তবে আশা করা যাচ্ছে যে, পুজোর আগেই চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন।