দূরদর্শন হলো কলকাতা সরকারি সম্প্রচার মাধ্যম। সম্প্রতি দূরদর্শন কেন্দ্র কলকাতা (DD Kolkata) কর্মী নিয়োগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারতীয় যেকোনো নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে। (DD Bangla Recruitment)
Employment No.:
DDK/KOL/PROG/2023-24/Part-1
1. পদের নাম:
Set Assistant
শিক্ষাগত যোগ্যতা:
i) প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) করে থাকতে হবে।
ii) প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী (Healthy) এবং শ্রবণ ক্ষমতা সম্পন্ন (Hearing Ability) হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি প্রজেক্ট (Per Project) অনুযায়ী ৩০০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে।
2. পদের নাম:
Social Media Assistant
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) বিষয়ে ডিগ্রী অথবা সার্টিফিকেট (Degree or Certificate) থাকা আবশ্যিক।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতিটি প্রজেক্ট (Per Project) অনুযায়ী ২০০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে।
3. পদের নাম:
Video Assistant
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিডিওগ্রাফিতে (Videography) পেশাদার ডিগ্রী অথবা ডিপ্লোমা সার্টিফিকেট (Diploma Certificate) থাকা আবশ্যিক।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি প্রজেক্ট (Per Project) অনুযায়ী ৫০০০/- টাকা মাসিক বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য সংস্থার অফিসিয়াল ইমেইল এডড্রেসে (Official Email Address) এ পূরণ করা আবেদনপত্র সহ যোগ্যতার প্রমাণপত্র ও অন্যান্য জরুরি কাগজপত্র একটি ফাইলের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ইমেল আইডি:
hiring.ddbangla@gmail.com
এছাড়া পোস্টের মাধ্যমেও এই আবেদন জমা করা যেতে পারে।
পোস্টের মাধ্যমে আবেদনপত্র জমা করার ঠিকানা:
Head of Programme,
Doordarshan Kendra Kolkata,
18/3 Uday Sankar Sharani,
Golf Green,
Kolkata – 700095
আবেদনের শেষ তারিখ:
১৫ সেপ্টেম্বর, ২০২৩
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh