HomeJob updatesমাধ্যমিক পাশে যে ৬টি সরকারি পাওয়া যায়, জেনে নিন বিস্তারিত।

মাধ্যমিক পাশে যে ৬টি সরকারি পাওয়া যায়, জেনে নিন বিস্তারিত।

অনেক শিক্ষার্থীরা আছেন, যারা মাধ্যমিক পাশে বিভিন্ন সরকারি চাকরির খোঁজ করে থাকেন। আজকের এই প্রতিবেদনটি মূলত তাদের উদ্দেশ্যে লেখা। ন্যূনতম অষ্টম শ্রেণী পাশেই রাজ্যের সরকারি চাকরির সুযোগ রয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক যোগ্যতাতেও আলাদা আলাদা সরকারি চাকরি রয়েছে। মাধ্যমিক পাশ যোগ্যতাতে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্র সরকারেরও বেশ কয়েকটি চাকরি রয়েছে, যেগুলিতে আপনারা আবেদন করতে পারবেন।

যেকোনো ভারতীয় নাগরিক হলেই এই সমস্ত চাকরিতে আবেদন করা যায়। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়েরা উভয়েই বেশিরভাগ চাকরিতে আবেদন করতে পারবেন।

চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরি(After Madhyamik Government Job List) রয়েছে।

১.পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল:

মাধ্যমিক পাশ যোগ্যতায় করার মত একটি চাকরি হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর চাকরি (West Bengal Police Constable Job)। ফিমেল কনস্টেবল(Lady Constable) এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি করা হয়।

  • বয়সসীমা: ১৮ বছর থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
  • মাসিক বেতন: ২২,৫০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা।
  • অফিশিয়াল ওয়েবসাইট: wbpolice.gov.in

২. কলকাতা পুলিশ কনস্টেবল:

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর পাশাপাশি কলকাতা পুলিশ কনস্টেবলের(KP Constable Job) নিয়োগ-এর নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ। পশ্চিমবঙ্গের যে কোন জেলার নাগরিক হলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়।

বয়সসীমা: ১৮ বছর থেকে ৩০ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: প্রতি মাসে বেতন দেওয়া হয় ৫৪০০ টাকা থেকে ২৫ হাজার ২০০ টাকা।

অফিশিয়াল ওয়েবসাইট: wbpolice.gov.in

৩. গ্রামীণ ডাক সেবক:

মাধ্যমিক পাশ যোগ্যতায় অন্যতম একটি কেন্দ্রীয় সরকারের চাকরি হল গ্রামীণ ডাক সেবক(GDS Job)। ভারতের যেকোনো রাজ্যের নাগরিক হলে এই নিয়োগের জন্য আবেদন করা যায়। ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে এই নিয়োগটি করা হয়।

এই পদে চাকরির জন্য আলাদা করে কোন পরীক্ষা দেওয়া লাগে না। মাধ্যমিক পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় এবং সেই অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হয়।

বয়সসীমা: ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: প্রতিমাসে বেতন দেওয়া হয় ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।

অফিশিয়াল ওয়েবসাইট: indiapostgdsonline.gov.in

৪. ক্লার্কশীপ:

এটি পশ্চিমবঙ্গের একটি সরকারি চাকরি। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের উদ্যোগে এই পরীক্ষাটি (WB Clerkship Job) নেওয়া হয়। প্রিলি এবং মেইন্স এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।

বয়সসীমা: ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: প্রতিমাসে বেতন দেওয়া হয় ২২,৭০০ টাকা।

অফিশিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in

৫. ফুড সাব ইন্সপেক্টর:

বর্তমানে রাজ্যের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের (WB Food SI Recruitment) আবেদন প্রক্রিয়া চলছে। ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হলেই এই পরীক্ষার জন্য আবেদন করা যায়।

বয়সসীমা: ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: প্রতিমাসে বেতন দেওয়া হয় ৫৪০০ টাকা থেকে ২৫২০০ টাকা।

অফিশিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in

৬. SSC গ্রুপ-ডি:

পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের অন্তর্গত গ্রুপ ডি(SSC Group D Job) পদে নিয়োগের জন্য নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা লাগে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (WB SSC) তরফ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি করা হয়।

বয়সসীমা: ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: প্রতিমাসে বেতন দেওয়া হয় ২০,০৫০ টাকা।

অফিশিয়াল ওয়েবসাইট: westbengalssc.com

এই চাকরি গুলি ছাড়াও মাধ্যমিক পাশে রাজ্য এবং কেন্দ্র সরকারের আরো বেশ কয়েকটি সরকারি চাকরি রয়েছে। সেগুলি হলো SSC GD Constable, রেলওয়ে গ্রুপ D, কৃষি প্রযুক্তি সহায়ক, SSC MTS ইত্যাদি।

তাছাড়া জুনিয়র কনস্টেবল, কোস্টগার্ড কুক, ড্রাইভার, রাইফেলম্যান, হাইকোর্ট ক্লার্ক ইত্যাদি পদে নিয়োগের জন্য আপনারা মাধ্যমিক পাশ যোগ্যতাতেই আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular