রাজ্যবাসীর জন্য সুখবর, পুনরায় ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প(Duare Sarkar Camp), থাকছে ৩৫টি পরিষেবা। দুয়ারে সরকার প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) সফলতম এবং জাতীয় স্তরে সামাদৃত ও রাজ্যের সর্বাধিক মানুষের কাছে সরকারি পরিষেবা প্রদানের অনন্য একটি কর্মসূচি। এই পরিষেবার মাধ্যমে সরকারের লোক গ্রামের বিভিন্ন ক্যাম্পে আসেন এবং সেখানেই সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হয়।
এখনো পর্যন্ত ৬টি পর্যায়ে ৪.৬৬ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে এবং এর মাধ্যমে উপকৃত হয়েছেন প্রায় সাত কোটি কুড়ি লক্ষ জনগণ। আগামী ১ সেপ্টেম্বর তারিখ থেকে শুরু হচ্ছে সপ্তম পর্যায়ের দুয়ারে সরকার শিবির।
এবারে দুয়ারে সরকার শিবিরটি দুটি রাউন্ড এর মধ্যে দিয়ে সম্পন্ন হবে। প্রথম রাউন্ডে ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। দ্বিতীয় রাউন্ডে ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে। ৩০ সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রাপ্ত আবেদনগুলির যথাসাধ্য সমাধান করার চেষ্টা করা হবে।
আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প(Duare Sarkar Camp Near Me) কোথায় হবে তা জানার জন্য ds.wb.gov.in ওয়েবসাইটে নজর রাখুন।
অন্যান্য সহায়তার জন্য 03322140152 বা 18003450117 নম্বরে সরাসরি ফোন করুন অথবা আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে(Bangla Sahayata Kendra) যোগাযোগ করুন।