HomeJob updatesISRO-তে চাকরি করতে চান? কি যোগ্যতা দরকার? কোন কোন কোর্স করতে হবে?...

ISRO-তে চাকরি করতে চান? কি যোগ্যতা দরকার? কোন কোন কোর্স করতে হবে? জানুন বিশদে।

কিছুদিন ধরে খবরের শিরোনামে আছে চন্দ্রযান-৩। সম্প্রতি চন্দ্রযান-৩ পা রেখেছে চাঁদের মটিতে। ইসরোর এই সাফল্যে গর্বিত সমস্ত ভারতবাসী। অন্যান্য দেশে ভারতের এই সাফল্যকে প্রশংসা করা হচ্ছে, গর্বে আরো মাথা উচু হচ্ছে ভারতের। এর আগেও ISRO সংস্থা এমন অনেক কাজ করেছে যার জন্য বিশ্বের দরবারে ভারতের মাথা উঁচু হয়েছে বহুবার। চন্দ্রযানের সাফল্য দেশের কোটি কোটি পড়ুয়াকে মহাকাশ বিজ্ঞানের দিকে আকৃষ্ট করেছে।

প্রথমে জানা যাক মহাকাশ বিজ্ঞান কি!

অসীম পর্যন্ত ছড়িয়ে আছে মহাকাশ। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র নিয়ে বিশাল পরিসর তার, যা আমাদের ধারণারও বাইরে। মহাকাশ বিজ্ঞান গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি নিয়ে চিন্তা ও গবেষণা করতে অনুপ্রাণিত করে। মহাকাশে অনেক গোপন, অমীমাংসিত বা অজানা রহস্য আছে। মহাকাশ বিজ্ঞানে জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিজ্ঞান, পৃথিবী বিজ্ঞান, সৌরজগৎ অধ্যয়ন করা হয়।

মহাকাশ গবেষণায় অনেক সুযোগ বাড়বে অল্প সময়ের মধ্যেই। মহাকাশ গবেষণার দিকে কেরিয়ার অপশনও বাড়তে চলেছে। আপনারও যদি মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ থাকে, এবং ইসরোতে চাকরি(Jobs In ISRO) করতে চান তাহলে কি কি নিয়ে পড়তে হবে, কোন কোন কোর্স করতে হবে জানুন এই প্রতিবেদনে।

B.SC এবং B.Tech

B.SC এবং B.Tech কোর্সগুলি করেও মহাকাশ বিজ্ঞানে অংশ নেওয়া যায়। বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় এবং IIT তে এই কোর্স করানো হয়। B.Tech in Space Technology বা B.Tech in Space Engineering কোর্স থেকে সুযোগ মিলবে এই প্রফেশনে যাওয়ার। এই কোর্সটির সময় ৪ বছর। IISc বেঙ্গালুরুও মহাকাশ বিজ্ঞান(Space Science) নিয়ে বেশ কিছু কোর্স করায়।

অন্যান্য কোর্স:

মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত আর অনেক কোর্স চালু রয়েছে। UG, PG থেকে PhD পর্যন্ত অনেক কোর্স আছে। কোর্সগুলি করার পরে National Aeronautical Limited, DRDO, HAL, ISRO, National Space Research and Development Agency সহ আরো বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পেতে পারেন।

এখানে অ্যাস্ট্রোনমার, রাডার টেকনিশিয়ান, রোবোটিক টেকনিশিয়ান, স্পেস সায়েন্টিস্ট, জিওলজিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, স্যাটেলাইট টেকনিশিয়ান ইত্যাদির পদে নিয়োগ করা হয়।

ISRO-এর কোর্স:

ISRO সংস্থা নিজেই অনেক কোর্স চালায়। শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহ বজায় রাখার জন্য অনেক কোর্স অফার করে ইসরো। স্কুলের বাচ্চাদের জন্য ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম ইউভিকা নামে চালানো হয়। সারা দেশ থেকে ছাত্রছাত্রীদের বাছাই করা হয়। কোর্সের পর সার্টিফিকেটও দেওয়া হয়। অনলাইনের মাধ্যমে ISRO STEM পোর্টাল এ ক্লাস করানো হয় এখানে।

বর্তমানে ইসরো বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সাথে হাত মিলিয়ে কোর্স চালু করেছে অনেক। শিক্ষার্থীদের ইসরো থেকে Internship করারও সুযোগ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

RELATED ARTICLES

Most Popular