রাজ্যের কালিম্পং জেলার Health and Family Welfare Department এর তরফে কর্মী নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। চুক্তিভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন পদে হবে এই নিয়োগ। ভারত তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করতে পারবেন এই পদগুলির জন্য। আবেদন পদ্ধতি সমেত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
নোটিশ নং:
DH&FWS/KPG/23-24/483
নোটিশ প্রকাশের তারিখ:
17/07/2023
1. পদের নাম:
LDC (AYUSH)
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) আবেদনকারীকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী (Retired Government Employee) হতে হবে।
ii) এছাড়াও Computer এর বিষয়ে প্রার্থীর দক্ষতা (Capabilities) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 62 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 10,000 টাকা বেতন দেওয়া হবে।
2. পদের নাম:
Accountant (AYUSH)
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) আবেদনের জন্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী (Retired Government Employee) হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীর Computer এর বিষয়ে দক্ষতা (Capabilities) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী সর্বোচ্চ বয়স 62 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।
3. পদের নাম:
District Consultant (Quality Mnitoring)
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীর Statistics এ ডিগ্রি থাকতে হবে।
ii) এর সাথে যদি সংশ্লিষ্ট কাজে প্রার্থীর অভিজ্ঞতা (Experience) থাকে তাহলে তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 35,000 টাকা বেতন দেওয়া হবে।
4. পদের নাম:
Psychiatric Nurse
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের B. Sc. Psychiatric Nurse/M.Sc. Psychiatric Nursing / DPN থাকলে তবেই এই পদের জন্য আবেদন করা যাবে।
বয়সসীমা:
আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।
5. পদের নাম:
Accountant
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) প্রার্থীকে Commerce বিষয়ে Graduate অর্থাৎ B.Com ডিগ্রীপ্রাপ্ত এবং Computer সম্পর্কে দক্ষ হতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম এক বছরের পূর্ব অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 26,000 টাকা করে বেতন দেওয়া হবে।
6. পদের নাম:
District Manager (Public Health)
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) আবেদনকারী প্রার্থীর MBBS/Dental/AYUSH/Nursing এ Graduate ডিগ্রি এবং Health Management বিষয়ে Diploma থাকতে হবে।
ii) এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে প্রার্থীর নুন্যতম দুই বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 40,000 টাকা বেতন দেওয়া হবে।
7. পদের নাম:
ANM
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) প্রার্থীর ANM ডিগ্রি থাকলেই এখানে আবেদন করা যাবে।
ii) এছাড়াও প্রার্থীর এক বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।
8. পদের নাম:
Public Health Manager
শূন্যপদ:
1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা:
i) প্রার্থীর Dental/Nursing এ Graduate অথবা Life Science এ M.Sc করা থাকলে তবেই এখানে আবেদন করা যাবে।
ii) এছাড়াও প্রার্থীর সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নুন্যতম এক বছরের অভিজ্ঞতা (Experience) থাকতে হবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে।
9. পদের নাম:
Staff Nurse
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
i) প্রার্থীর GNM ডিগ্রি এবং সাথে এক বছরের Internship সম্পন্ন করা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।
10. পদের নাম:
Medical Officer
শূন্যপদ:
1 টি।
যোগ্যতা:
প্রার্থীর MBBS ডিগ্রি এবং সাথে এক বছরের Internship সম্পন্ন করা থাকলেই এখানে আবেদন করা যাবে।
বয়সসীমা:
প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে।
বেতনক্রম:
নিযুক্ত ব্যক্তিকে মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:
i) এখানে আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদন করার জন্যে প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download the Official Notice) করে নিন।
iii) নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি পাবেন।
iv) এবার আবেদনপত্রটি প্রিন্ট (Print) করিয়ে পূরণ করতে হবে সমস্ত তথ্য সমেত।
v) এবারে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ (PDF) বানাতে হবে এবং ওই পিডিএফটি (PDF) নির্দিষ্ট মেল আইডিতে (Mail ID) পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি: xvfinancerecruitment.kalimpong@gmail.com
নিয়োগ পদ্ধতি:
উপরোক্ত প্রতিটি পদের জন্য আলাদা আলাদা নিয়োগ পদ্ধতি রয়েছে। বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
নিয়োগের সময়সীমা:
31 মার্চ, 2024 তারিখ পর্যন্ত প্রার্থীদের এখানে নিয়োগ রাখা হবে।
নিয়োগ স্থান:
নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে কালিম্পং জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে(Various Madical Unit in Kalimpong)।
আবেদনের সময়সীমা:
1 সেপ্টেম্বর, 2023 পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে বিজ্ঞপ্তিটি (Notification) পড়ুন।
Important Link:
Official Website: Click Here
– Written by Riya Ghosh