চাকরিপ্রার্থীদের (Job Seekers) জন্য সুখবর। রাজ্যের DM অর্থাৎ Deputy Magistrate অফিসের পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক (Indian Citizen) তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা (Resident of West Bengal) হলেই আবেদন করা যাবে এই পদের জন্য। আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে হলে পড়ুন প্রতিবেদনটি।
Employment No.:
DCPU(B)/553/23
পদের নাম:
Accountant
মোট শূন্যপদ:
১ টি।
শিক্ষাগত যোগ্যতা:
i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি (Graduation Degree) থাকতে হবে।
ii) প্রার্থীর Computer Operating এ ন্যূনতম দুবছরের কাজের অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
iii) এছাড়াও প্রার্থীর Tally Software -এ কাজ করার অভিজ্ঞতা (Work Experience) থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন:
নিযুক্ত প্রার্থী রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী প্রত্যেক মাসে ১৮,৫৩৬/- টাকা বেতন হিসেবে পাবেন।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে গিয়ে নির্দিষ্ট আবেদনের লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন জানানো যাবে।
iii) আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড (Scan and Upload Important Documents) করতে হবে চাকরিপ্রার্থীদের।
iv) আবেদন সম্পূর্ণ করা হলে প্রাপ্ত Acknowledgement Slip ডাউনলোড (Download) করে ভবিষ্যতের জন্য সঙ্গে রাখুন।
নিয়োগ পদ্ধতি:
i) Written Exam
ii) Computer Test
iii) Interview
এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
পরীক্ষার Syllabus এবং পূর্ণমান:
i) Written Exam: 80 Marks
যার মধ্যে থাকবে:
a) Accountancy
b) Mathematics
c) General Knowledge
d) English
ii) Computer Test and Interview: 20 Marks
আবেদনের শেষ তারিখ:
আগামী ৩১ আগস্ট, ২০২৩ পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রার্থী ওয়েবসাইটে (Website) গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh