Jadavpur University এর School of Language and Linguistic Department এর তরফে নিয়োগের কথা জানিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। কোন পদে নিয়োগ, কি আবেদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। (JU Recruitment)
পদের নাম:
Junior Research Fellow (JRF)
কোন কাজের জন্য নিয়োগ:
বিশেষ এক ধরনের প্রজেক্টে (Special Project) কাজ করার জন্য নিয়োগ করা হবে।
মাসিক বেতন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ফেলোশিপ (Fellowship) বাবদ ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।
আবশ্যিক যোগ্যতা:
i) ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Computer Science এ Master of Technology বা M.Tech/Master of Engineering অথবা M.E/Master of Computer Application অর্থাৎ MCA বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।
ii) এছাড়াও প্রার্থীদের Graduate Aptitude Test অথবা GATE/National Eligibility Test অর্থাৎ NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি:
i) আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে(Online)।
ii) আবেদনের জন্য প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Website of Jadavpur University) যেতে হবে।
iii) সেখানে গিয়ে ‘Homepage’ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেতে হবে।
iv) এবারে আবেদনপত্রটি সংগ্রহ করে নিজের সমস্ত জরুরি তথ্য দিয়ে পূরণ করতে হবে।
iv) সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রটি Submit করুন।
নিয়োগ প্রক্রিয়া:
সরাসরি ইন্টারভিউয়ের (Direct Interview) মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
ইন্টারভিউ নেওয়ার তারিখ:
প্রার্থীদের ইন্টারভিউ (Interview) নেওয়া হবে আগামী ২৯ অগস্ট, ঠিক বেলা ১২ টার মধ্যে।
ইন্টারভিউয়ের দিন পূরণ করা আবেদনপত্র (Application Form) এবং প্রয়োজনীয় নথি (Important Documents) সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউয়ের (Interview) জন্য যেতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে প্রার্থী Jadavpur University এর Website এ গিয়ে দেখতে পারেন।
Important Link:
Official Website: Click Here
-Written by Riya Ghosh